ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রুয়েটে ডিজিটাল কন্ট্রোলার ডিজাইন বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মে ২৮, ২০১৫
রুয়েটে ডিজিটাল কন্ট্রোলার ডিজাইন বিষয়ক কর্মশালা

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) এফপিজিএ বেইজ ডিজিটাল কন্ট্রোলার ডিজাইন বিষয়ক দু’দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে তড়িৎ ও ইলেকট্রনিক্স (ইইই) বিভাগে কর্মশালার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল আলম বেগ।



উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রফিকুল ইসলাম শেখ ও তড়িৎ ও ইলেকট্রনিক্স (ইইই) বিভাগের প্রধান প্রফেসর ড. আব্দুর রাজ্জাক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ড. শামীম আনোয়ার, ড. রবিউল ইসলাম ও মামুনুর রশিদ।

কর্মশালায় রুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ নিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক গোলাম মর্তুজা।
 
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ২৮ মে, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।