ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সার্ভার স্টেশন উদ্বোধন

জাতীয় পরিচয়পত্র আসছে স্মাট কার্ড হয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
জাতীয় পরিচয়পত্র আসছে স্মাট কার্ড হয়ে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুর জেলা সার্ভার স্টেশন উদ্বোধন করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার মো. শাহ নেওয়াজ।

বুধবার (১৭ জুন) দুপুর ১২টায় ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন তিনি।


 
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার শামসুন্নাহার, নির্বাচন কমিশনের কুমিল্লা আঞ্চলিক কর্মকর্তা বিবর বিশ্বাস ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি  মো. শাহনেয়াজ বলেন, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন সেবা পেতে চাঁদপুরবাসীদের যেন ঢাকা যেত না হয়, সেজন্য সার্ভার স্টেশন স্থাপন করা হলো। খুব শিগগিরই চাঁদপুর থেকে জাতীয় পরিচয়পত্রের সব ধরনের সেবা পাওয়া যাবে। জেলা সার্ভার স্টেশন থেকে সব উপজেলায় সংযোগ হচ্ছে।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন ২/৩ মাসের মধ্যেই সারাদেশে স্মার্ট কার্ড দেওয়া শুরু করবে। এর জন্য প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।