ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নত‍ুন লোগোতে ফেসবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
নত‍ুন লোগোতে ফেসবুক

ঢাকা: ২০১৩ সালেও লোগোতে পরিবর্তন এনেছিল ফেসবুক। পরিবর্তনটি এতোই সামান্য ছিল যে, সে সময় তা অনেকের চোখেই পড়েনি।

তবে লোগোর এবারের পরিবর্তন একটু খেয়াল করলেই ধরা পড়বে ব্যবহারকারীর চোখে।

ফেসবুকের প্রোডাক্ট ডিজাইনার ক্রিস্টোপি তাওজিত বুধবার (০১ জুলাই) এক টুইটে নতুন এ লোগো উন্মোচন করেন।

ব্যবহারক‍ারীদের কাছে আরো বন্ধুত্বসুলভ ও সহজবোধ্য করাই নতুন এ লোগোর উদ্দেশ্য, বলেন ফেসবুকের ক্রিয়েটিভ ডিরেক্টর জশ হিগ্গিনস।

এক বিবৃতিতে তিনি বলেন, ২০০৫ সালে যখন ফেসবুকের প্রথম লোগো উন্মুক্ত করা হয়, তখন শুরু মাত্র। এরপর বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। এখন আমরা যা করেছি তা হলো, আরো বন্ধুত্বসুলভ ও সহজবোধ্য।

ফেসবুকের নতুন লোগোতে দেখা যায়, এর এ, ই, বি এবং ও অক্ষরগুলো আরো গোলাকৃতির। বিশেষ করে ‘এ’ অক্ষরটির পরিবর্তন লক্ষণীয়। এছাড়া টাইপফেসে ‘ক্লাভিকা’ ফন্ট ব্যবহার করা হয়েছে নতুন লোগোতে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।