ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্যাগপ্যাকার্স বিডি ডটকমে ৫০ ভাগ ছাড়

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
ব্যাগপ্যাকার্স বিডি ডটকমে ৫০ ভাগ ছাড়

অনলাইনে ব্যাগ বিপণনের সাইট ব্যাগপ্যাকার্স ডট কম (bagpackersbd.com) ঈদ উপলক্ষ্যে ৫০ ভাগ ছাড় দিয়েছে। অর্ধেক দামে ব্যাগ কেনার এই সুযোগ পাওয়া যাবে চাঁদ রাত পর্যন্ত।



যদিও এই অফারটি উপভোগের সময়সীমা ছিল ৮ জুলাই। কিন্তু ক্রেতারা যাতে ঈদের আনন্দে আরো বেশী মেতে উঠতে পারে তা বিবেচনায় নিয়ে অফারের মেয়াদ বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। কেননা ঈদের কেনাকাটার তালিকায় পোশাক পরিচ্ছদের পাশাপাশি ব্যাগও এখন অন্যতম।

সম্প্রতি অনুষ্ঠিত ইফতার ও সংবাদ সম্মেলনে সময়সীমা বাড়ানোর ঘোষণা দেন ব্যাগপ্যার্কাসের প্রতিষ্ঠাতা রিয়াজ আহমেদ বাবু।

এ বিষয়ে তিনি বলেন, ৫০ শতাংশ মূল্যছাড়ের অফার ৮ জুলাই শেষ হওয়ার কথা থাকলেও ঈদের আনন্দকে সবার সঙ্গে ভাগাভাগি করে নেয়ার লক্ষ্যে সময় বাড়ানো হলো।

শুধু অনলাইনেই নয় অফলাইনেও চাঁদ রাত পর্যন্ত ফ্যাশান সচেতনরা এখান থেকে বাহারি নানা ধরনের ব্যাগ কিনতে পারবে।

ব্যাগপাকার্সের সম্ভারে রয়েছে লেডিস ব্যাগ, হ্যান্ড পার্স, অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লাগেজ, কাঁধের ব্যাগ, ট্রাভেল ব্যাগ এবং পার্টি ব্যাগ। যেগুলো ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে কেনা যাবে।

ঢাকার মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে প্রতিষ্ঠানটির তিনটি শাখা থেকে পছন্দের ব্যাগ সংগ্রহ করতে পারবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।