ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে নতুন অপটোমা প্রজেক্টর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
বাজারে নতুন অপটোমা প্রজেক্টর

ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেড (ইউবিএস) নিয়ে এসেছে অপটোমা ব্র্যান্ডের নতুন এইচডি মাল্টিমিডিয়া প্রজেক্টর।   উজ্জ্বল এবং স্বচ্ছ ছবির নিশ্চয়তা দিতে অপটোমা এইচডি২৬ মডেলটিতে রয়েছে শক্তিশালী ৩২০০ লুমেন্স, পরিবর্তনযোগ্য ১.১এক্স জুম রেশিও সমৃদ্ধ লেন্স।



এইচডি কোয়ালিটির ১০৮০ পিক্সেল সমৃদ্ধ ভিডিও সরবরাহকারী ডিভাইসটির কনট্রাস্ট রেশিও ২৫০০০:১, ল্যাম্প লাইফ ৬৫০০ ঘণ্টা।
এটি এইচডিএমআই, এমএইচএল এবং থ্রিডি প্রযুক্তি সমর্থন করে। থ্রিডি প্লেয়ার, এক্সবক্স, পিএসথ্রি ও পিএস৪ ডিভাইসে এটি চলে।

দুই বছরের ওয়্যারেন্টি যুক্ত এই প্রজেক্টরটি ক্লাস, সেমিনার কিংবা প্রশিক্ষণ কাজে উপযুক্ত।
দেশের বাজারে প্রজেক্টরটির দাম পড়বে ৯০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।