ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্লেন আকৃতির ড্রোন বানালো সনি (ভিডিও)

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
প্লেন আকৃতির ড্রোন বানালো সনি (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: যাত্রীবাহী প্লেনের ন্যায় পেছনে দুই ও সামনে এক চাকা সংবলিত একটি ড্রোন উন্মুক্ত করেছে জাপানভিত্তিক বহুজাতিক প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সনি।

রোবট প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিএমপি’র সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ড্রোনটি খাড়াখাড়িভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম।



আনম্যানড এরিয়াল ভেহিক্যাল (ইউএভি) অর্থাৎ মনুষ্যবিহীন এ আকাশযানটি অন্যসব ড্রোনের চেয়ে দ্রুতগতিতে উড়তে পারে। ঘণ্টায় সর্বোচ্চ একশ’ ৬ মাইল গতিতে টানা ২২ ঘণ্টা ড্রোনটি উড়তে পারে দাবি সনি’র।   

তবে সনি’র এ ড্রোনের বিশেষত্ব হলো, এটি ২২ পাউন্ড (১০ কিলোগ্রাম) ওজন বহন করতে সক্ষম। যা ইন্টারনেট ও টেকনোলজি কোম্পানি গুগল, অ্যামাজনের জন্য সুখবর। কারণ এর মাধ্যমে তারা পণ্য সরবরাহ করতে পারবেন।

যদিও বিষয়টি নিয়ে গুগল, অ্যামাজন গবেষণা চালাচ্ছে।

হাশাশি তানিগুচি নামে ‘অ্যারোসেন্স’র এক কর্মকর্তা বলেন, মানুষের ভুলের কারণে যে হারে দুর্ঘটনা ঘটে সে অনুযায়ী ড্রোন অনেকটা নিরাপদ।

এই ড্রোনের মাধ্যমে ২০২০ সাল নাগাদ ৮ কোটি ২৬ লাখ ডলার (১ ডলার প্রায় ৭৮ ‍টাক) মুনাফার আশা জিএমপি’র।



বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।