ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট উইকের অনুষ্ঠানে আসছেন টাইগাররা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
ইন্টারনেট উইকের অনুষ্ঠানে আসছেন টাইগাররা

ঢাকা: নানা আয়োজনের মধ্য দিয়ে রোববার ( ৬ সেপ্টেম্বর)  দ্বিতীয় দিনের মত সারা দেশে চলছে ‘বাংলাদেশ ইন্টারনেট উইক’ উৎসব।

ঢাকায় বনানী সোসাইটি মাঠে উৎসবের মূল অনুষ্ঠানস্থলে প্রধান আর্কষণ হিসেবে আজ আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।



রোববার রাত ৮টায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা বনানী মাঠে উপস্থিত হয়ে ইন্টারনেট উইকে অংশ নেবেন বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। উপস্থিত থাকবেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ICT29_Banglanews24_BG

ইন্টারনেট উইককে আরও বর্ণিল করতে জাতীয় ক্রিকেট দলের সদস্যরা অংশ নেবে বলে জানিয়েছেন আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), গ্রামীণফোন এবং আইসিটি বিভাগ শনিবার থেকে শুরু হওয়া এই উৎসবের আয়োজন করছে।

অনুষ্ঠানে আইসিটি বিভাগ, বেসিস এবং গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা, সিলেট ও রাজশাহী নগর ছাড়াও ৪৮৭টি উপজেলায় একযোগে ইন্টারনেট উইক চলবে।

বনানী মাঠে সোমবার পর্যন্ত দুপুর ২টা থেকে রাত ১১টা এবং ঢাকার বাইরে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আয়োজন উন্মুক্ত থাকবে সবার জন্য। উৎসব উপলক্ষ্যে মূল আয়োজনস্থল বনানী মাঠে প্রতিদিনই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।