ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ওয়ানপ্লাসের পরবর্তী হ্যান্ডসেটের ছবি প্রকাশ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
ওয়ানপ্লাসের পরবর্তী হ্যান্ডসেটের ছবি প্রকাশ

ঢাকা: চীনের হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ানপ্লাস চলতি বছর দু’টি হ্যান্ডসেট বাজারে ছাড়বে, এমন কথা বাজারে প্রচলিত ছিল। আগস্টে প্রতিষ্ঠানটি ওয়ানপ্লাস২ আনলেও অপর হ্যান্ডসেটটির বিষয়ে এতোদিন সবকিছুই অজানা ছিল প্রযুক্তিপ্রেমীদের।



ক্রিসমাসকে সামনে রেখে ‘ওয়ানপ্লাস মিনি’ নামে হ্যান্ডসেটটি ছাড়া হবে বলে ‍জানিয়েছেন ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পি। সম্প্রতি হ্যান্ডসেটটির ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

২০১৪ সালের এপ্রিলে আসা ওয়ানপ্লাস ওয়ান ও ২০১৫ সালের আগস্টে আসা ওয়ানপ্লাস টু’র চেয়ে ওয়ানপ্লাস মিনি’র ডিজাইনে বেশ ব্যতিক্রম দেখা গেছে প্রকাশিত ছবিতে।

ছবিতে দেখা যায়, হ্যান্ডসেটটির পেছনে দু’টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ক্যামেরার সঙ্গে রয়েছে দু’টি এলইডি ফ্ল্যাশও। নিচের দিকে চার্জিং পয়েন্টের পাশে রয়েছে স্পিকার।

এটুকু ছাড়া হ্যান্ডসেটটির বিষয়ে বিস্তারিত আর জানা যায়নি। কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়েও মুখ খোলেনি কর্তৃপক্ষ। আর মূল্যের বিষয় তো....!

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।