ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টুইটারকে ছাড়িয়ে ইন্সটাগ্রাম

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
টুইটারকে ছাড়িয়ে ইন্সটাগ্রাম

ঢাকা: মাইক্রোব্লগিং সাইট টুইটার যাত্রা শুরু করে ২০০৬ সালে। অন্যদিকে ফটো শেয়ারিং অ্যাপ ইন্সটাগ্রামের যাত্রা শুরু তারও চার বছর পর।

দেরিতে যাত্রা শুরু করলেও ব্যবহারকারীর দিক দিয়ে দ্রুতই অ্যাপটি ছাড়িয়ে গেছে টুইটারকে।

ফেসবুকের মালিকানাধীন অ্যাপটির বিশ্বব্যাপী বর্তমানে ৪০ কোটি ব্যবহারকারী রয়েছে বলে এক ব্লগ পোস্টে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে মাইক্রোব্লগিং সাইট টুইটারের ব্যবহারকারী ৩১ কোটি ৬০ লাখ (সবশেষ তথ্য)।

শুধু তাই নয়, ইন্সটাগ্রামের ব্যবহারকারীরা প্রতিদিন এর মাধ্যমে ৮ কোটির বেশি ছবি শেয়ার করে থাকেন বলে পোস্টে জানানো হয়। ব্যবহারকারীর বেশিরভাগই ব্রাজিল, ইন্দোনেশিয়া ও জাপানের।

এতে বলা হয়, ব্যবহারকারীদের ৭৫ শতাংশই যুক্তরাষ্ট্রের বাইরে। সবশেষ যুক্ত হওয়া ১০ কোটি ব্যবহারকারীর বেশিরভাগই ইউরোপ ও এশিয়ার।

নতুনদের মধ্যে যুক্ত হওয়া ইংলিশ ফুটবল দলের তারকা ডেভিড বেকহামের যুক্তরাজ্যে ফলোয়ার সবচেয়ে বেশি। আর যুক্তরাষ্ট্রে ফলোয়ার বেশি কেটলিন জেনারের।  

২০১০ সালে যাত্রা শুরু করা ইন্সটাগ্রামকে মাত্র দুই বছরের মাথায় ২০১২ সালে কিনে নেয় ফেসবুক। বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপের ব্যবহারকারী ৯০ কোটি, এটিও ফেসবুকের মালিকানাধীন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।