ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আঙ্গুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আঙ্গুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের উদ্বোধন সজীব ওয়াজেদ জয়

ঢাকা: আঙ্গুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতির মাধ্যমে  পরীক্ষামূলকভাবে সিম নিবন্ধনের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে নিজেই আঙ্গুলের ছাপ দিয়ে এ পদ্ধতির উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়।



এ সময় তিনি বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন চালুর ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয়। এটি আমার ভালো লেগেছে।

এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও সচিব ফাইজুর রহমান।

আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে গ্রাহকরা কাস্টমার কেয়ার থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে পারবেন। আর ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে চূড়ান্তভাবে নিবন্ধন প্রক্রিয়া শুরু করবেন অপারেটররা।

ভুয়া পরিচয় এবং নিবন্ধন না করে সিম কিনে অপরাধীদের ব্যবহার ঠেকাতে গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের এই উদ্যোগ নেওয়া হয়।

** বুধবার থেকে সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসএমএ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।