ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বরগুনায় ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
বরগুনায় ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনায় র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মেলার উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. বশিরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. নুরুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু ও মুক্তিযোদ্ধা কমান্ডার আ. রশিদ প্রমুখ।

প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের উদ্যোগে বরগুনা জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৬০টি স্টাল বরাদ্দ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।