ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘আইসিটি পণ্য হবে দেশীয় ব্র্যান্ডের’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
‘আইসিটি পণ্য হবে দেশীয় ব্র্যান্ডের’ ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভবিষ্যতে আমাদের ব্যবহারের মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপটি কোরিয়া-জাপানের নয়, বাংলাদেশি ব্র্যান্ডের হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
মঙ্গলবার (০১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


 
পলক বলেন, প্রধানমন্ত্রী দেশে তৈরি পণ্য ব্যবহারে উৎসাহ দিয়েছেন। আমরা চাই আমাদের হাতের মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপটি কোরিয়া বা জাপানের ব্র্যান্ডের হবে না। এসব পণ্য দেশীয় ব্র্যান্ডের হবে।
 
তিনি বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে তাদেরকে কাজে লাগিয়ে হার্ডওয়্যার, সফটওয়্যার ও সার্ভিস সেক্টরকে বিশ্বমানের নিয়ে যেতে চাই।
 
প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর প্রায় ৫ লাখের বেশি ল্যাপটপ ও ৩ কোটির বেশি মোবাইল আমদানি হয়। এ আমদানি নির্ভরতা কমিয়ে কিভাবে উৎপাদনমুখী হতে পারি সেটাকে আমরা লক্ষ্য হিসেবে নিয়েছি।
 
এজন্য ম্যানুফ্যাকচার বা অ্যাসেম্বলিং গুরুত্ব দিয়ে হাইটেক পার্কে ৩৫০ একর জায়গায় কাজ শুরু করেছি। ব্লক-২ এর কাজ শুরু হয়েছে। আগামী ২-৩ বছরের মধ্যে এখানে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন তৈরি হবে।
 
‘পাশাপাশি আগামী ১০ বছরের মধ্যে সেখানে ১ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। ’
 
পলক বলেন, প্রধানমন্ত্রী ১ লাখ ৭০ হাজার স্কুল-কলেজে একটি করে কম্পিউটার ল্যাব তৈরি করতে চান। সেখানে যে পরিমাণ ডিভাইস লাগবে তা দেশে তৈরি করলে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
 
তিনি বলেন, দেশের কোম্পানিগুলো ইতোমধ্যে টিভি, রেফ্রিজারেটর উৎপাদনে দক্ষতা প্রমাণের পর এখন স্মার্ট ডিভাইসের দিকে যাচ্ছে।
 
আমাদের যে সক্ষমতা ও যোগ্যতা রয়েছে তার প্রমাণ আমরা রেখেছি, এখন দরকার নতুন নতুন উদ্যোক্তাকে স্বাগত জানানো।
 
তিনি বলেন, বাংলাদেশকে হার্ডওয়্যারের ভোক্তা থেকে উৎপাদকে পরিণত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।
 
২০০৯ সালের আগে আইসিটি এক্সপোর্ট ছিল ২৬ মিলিয়ন ডলার। সরকারের পলিসি ও এ খাতের উদ্যোক্তাদের প্রচেষ্টায় আজ এক্সপোর্ট ৩শ’ মিলিয়ন ছাড়িয়েছে।
 
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বেসিস সভাপতি শামীম আহসান, বিসিএস সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
আরইউ/জেডএস

** বাংলাদেশ আইসিটি এক্সপো শুরু ৩ মার্চ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।