ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল ম্যাপে পরিবহন সেবা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
গুগল ম্যাপে পরিবহন সেবা

আগের চেয়ে বেশী উন্নত করা হয়েছে গুগল ম্যাপ। সেবা সম্প্রসারণের লক্ষ্যে গুগলের এই সেবা মাধ্যমে যুক্ত হয়েছে ওলা সহ আরো কিছু পরিবহন সংক্রান্ত সেবাসমূহ।

মঙ্গলবার আলফাবেটের অধীনে গুগল ’গুগল ম্যাপ’ হালনাগাদের বিষয়টি ঘোষণা করে।

তাই ব্যবহারকারীরা এখন থেকে আরো বেশী পরিবহন সেবাসমূহ দেখার সুযোগ এবং সেগুলোর ভাড়া যাচাই করতে পারবে। আর এসব সুবিধা অন্তর্ভূক্ত করা হয়েছে গুগলের নতুন রাইড সার্ভিস ট্যাবে।

তথ্য মতে, ব্যবহারকারীরা এতোদিন অ্যাপটিতে শুধুমাত্র উবার সেবা পেয়েছে এখন থেকে অন্যান্য প্রতিদ্বন্দী প্রতিষ্ঠানগুলোর ক্যাবও এতে থাকবে। আগামী কিছু দিনের মধ্যে হালনাগাদ গুগল ম্যাপ অ্যান্ড্রয়েডে এবং এর কিছুদিন পরই আইওএস প্লাটফর্মে পৌছবে বলে জানিয়েছে গুগল।

বলা হচ্ছে, ব্যবহারকারীরা যখন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য পথ খুঁজবে তখন এটি কাজে আসবে। কারণ সে মুহূর্তে ট্যাবটি পরিবহন বিষয়ক নানা ধরনের তথ্য দৃশ্যমান করবে।

হালনাগাদকৃত ম্যাপ অ্যাপ রাইড শেয়ারিং এর পাশাপাশি বিদ্যমান ট্যাবগুলোও প্রদর্শিত করবে। নতুন ট্যাবে যেহেতু বিভিন্ন ক্যাব সার্ভিসের ভাড়া মূল্যায়ন করা যায় তাই অনেকগুলো অ্যাপ খোলার ঝামেলা থাকছেনা।

এখানে মোট ৫ টি দেশের নতুন ক্যাব সরবরাহকারীদের সেবা সম্পর্কে তথ্য থাকবে যার মধ্যে রয়েছে ব্রাজিলের ৯৯ট্র্যাক্সিস, ভারতের ওলা ক্যাব, ইউকে এবং স্পেনের হ্যাইলো, জার্মানি এবং স্পেনের মাইট্যাক্সি এবং ইউকে’র গেট।

তবে রাইড শেয়ারিং ট্যাবে ভাড়া যাচাই সুবিধাটি পেতে হলে ব্যবহারকারীদের ডিভাইসে ক্যাব সার্ভিসের অ্যাপ ইন্সটল থাকতে হবে। ফলে ট্যাবে থাকা অপশনগুলোতে টোকা দেয়া মাত্রই ওলা, উবার সহ অন্যান্য ক্যাব সার্ভিসের অ্যাপ খুলবে।

গুগল বলছে, মানুষের মধ্যে এটা যখন ভাল অভিজ্ঞতা তৈরি করবে আমরা আরও পরিবহনমূলক সেবা যুক্ত করবো।

প্রতিষ্ঠানের এক ব্লগ পোষ্টে গুগলের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার লিখেছেন চলার পথে এবং ট্রানজিট ডিরেকশন দেখার জন্য ম্যাপ দেখলে প্রত্যক সরবরাহকারীর একাধিক রাইড সার্ভিস অপশন সামনে আসবে। এর মানে হলো ব্যবহারকারী যদি উবার ব্যবহার করে তবে নতুন ট্যাবটি এখন থেকে উবারএক্স, উবারএক্সএল ‍এর মতো অনেকগুলো রাইড সার্ভিস অপশন প্রদর্শিত করবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।