ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ই-কমার্স দিবস পালন করলো ই-ক্যাব

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
ই-কমার্স দিবস পালন করলো ই-ক্যাব

দেশের আপামর জনসাধারণকে ই-কমার্স সম্পর্কে সচেতন করতে এবং অনলাইনে কেনাকাটাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে গত বছরের ৭ এপ্রিল প্রথমবার ‘ই-কমার্স দিবস’ পালন করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এরই ধারাবাহিকতায় ই-কমার্সের শীর্ষ এই সংগঠন এবং বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) বৃহস্পতিবার (০৭ এপ্রিল) যৌথভাবে পালন করলো  ‘ই-কমার্স দিবস ২০১৬’।

“'নিরাপদে হোক অনলাইন কেনাকাটা' স্লোগানে ধানমন্ডির ইউআইইউ ক্যাম্পাসে দবিসটি উপলক্ষে ছিলো নানা আয়োজন।

তিন পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে “ই-কমার্স নীতি নিয়ে পলিসি ডায়ালগ, দ্বিতীয় পর্বে ই-কমার্স দিবস উদযাপন অনুষ্ঠান এবং তৃতীয় পর্বে ই-কমার্স বুট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়।  

ই-ক্যাব ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স) সেজান সামসের সঞ্চালনায় পলিসি ডায়লগে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে খসড়া ই-কমার্স পলিসির বিভিন্ন দিক সম্পর্কে দর্শকদের অবহিত করেন ই-ক্যাব ভাইস প্রেসিডেন্ট  রেজওয়ানুল হক জামী।  

এ পর্বে ইউআইইউ উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান, আজকের ডিল ডট কম এর পরিচালক ফাহিম মাশরুর, এসএসএল ওয়্যারলেস এর মহাব্যবস্থাপক আশীষ চক্রবর্তী, ২০১৬ সালের জেসিআই ন্যাশনাল প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন মামুন, আইটি কনসালট্যান্টস লি: (কিউ ক্যাশ) ডাইরেক্টর বিজনেস ওসমান হায়দার, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক শেখ তানভীর আহমেদ রনি এবং ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ বক্তব্য রাখেন।

বক্তারা ই-কমার্স ইন্ডাস্ট্রির সকল স্টেইক হোল্ডারদের সাথে আলোচনা সাপেক্ষে একটি যুগপযোগী পলিসি তৈরির ক্ষেত্রে জোর দেন। একইসাথে এ পলিসি প্রস্তুতের সময়ে যেন ভোক্তা ও বিক্রেতার স্বার্থ রক্ষা, ভোক্তার মধ্যে আস্থা তৈরি এবং ই-কমার্সকে ছড়িয়ে দেবার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া এ খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে মাধ্যমিক শিক্ষা পর্যায়ে কম্পিউটার শিক্ষায় ই-কমার্স অন্তর্ভূক্ত করা এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ই-কমার্সের উপরে ডিগ্রী চালুর বিষয়টি পলিসি প্রস্তুতের সময় বিবেচনা করার পরামর্শ দেন।  

 পলিসি ডায়ালগ শেষে জেসিআই এবং ই-ক্যাবের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এরপর ই-কমার্স দিবস ২০১৬ উদযাপনে শুরু হয় দ্বিতীয় পর্ব। ইউআই‌ইউ এর উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমানের সভাপতিত্বে এবং ই-ক্যাব পরিচালক নাছিমা আক্তার নিশার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আর তাই নিরলস পরিশ্রম করে যাচ্ছে সরকার। দেশের অর্থনৈতিক অগ্রগতির বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ২০১৫-২০১৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ০৫ হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে ১ হাজার ৪৬৬ ডলার, যার বাংলাদেশি মূল্য প্রায় ১ লাখ ১৪ হাজার ৫০৭ টাকা। এটা বাংলাদেশের জন্যে বিরাট অর্জন।

দেশের অভ্যন্তরে এখন বিশাল একটি মধ্যবিত্ত ভোক্তা সমাজ তৈরি হয়েছে, ই-কমার্সের মাধ্যমে এ ভোক্তাদের চাহিদা পূরণ সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেসনের (অ্যাসোসিও) প্রাক্তন চেয়ারম্যান এবং  ই-ক্যাব উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল্লাহ এইচ. কাফি, ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের নির্বাহী পরিচালক তারিন হোসেন মঞ্জু, ২০১৬ সালের জেসিআই ন্যাশনাল প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন মামুন, রাইট চয়েস বিডি ডট কম এর চেয়ারম্যান মাহবুব এইচ মজুমদার, ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন মোস্তাফা জব্বার।

ই-ক্যাব ইয়ুথ ফোরামের আয়োজনে তৃতীয় পর্ব ছিলো বুট ক্যাম্প । যেখানে বাংলাদেশে ই-কমার্স, ফেইসবুক মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (এসইও), ই-মেইল ও এসএমএস মার্কেটিং এবং ই-কমার্সে পেমেন্ট এবং নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।     

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।