ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শুরু হয়েছে বিডিনগ’র পঞ্চম সম্মেলন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
শুরু হয়েছে বিডিনগ’র পঞ্চম সম্মেলন

তথ্যপ্রযুক্তি পেশাজীবী প্রকৌশলীদের সংগঠন বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) পঞ্চম সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) ঢাকার স্থানীয় একটি হোটেলে সম্মেলনের উদ্বোধন করা হয়।

৫ দিনের এই সম্মেলনের ৪ দিনই থাকছে আইপিভি৪/আইপিভি৬ রাউটিং এবং লিনাক্স সিস্টেম এডমিন ও সার্ভিসেস বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা। এতে টেলিকম ও আইএসপি প্রকৌশলীরা অংশগ্রহন করে সরাসরি অভিজ্ঞতা লাভের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে পারবেন।

শেষ দিন (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে ইন্টারনেট অপারেশনাল নেটওয়ার্ক (আইওএন) সম্মেলন।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও বিজনেস প্রমোশন কাউন্সিলের সম্বনয়ক ফকির ফিরোজ আহম্মদ, আইএসপিএবি সভাপতি এম এ হাকিম।

দেশের ইন্টারনেট ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়ন ও স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করার লক্ষ্যে বিডিনগ গত কয়েক বছর ধরে এ সম্মেলনের আয়োজন করে আসছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট পেশাজীবীরা বিশেষজ্ঞদের সাথে এক হয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পায়।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।