ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আজকেরডিল ডটকমে 'বৈশাখী সাজের মেলা'

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
আজকেরডিল ডটকমে 'বৈশাখী সাজের মেলা'

দেশের অন্যতম ই-কমার্স সাইট আজকেরডিল ডট কমে  (www.ajkerdeal.com)  বৈশাখ উপলক্ষে  শুরু হয়েছে  ‘বৈশাখী সাজের মেলা’ ।

নববর্ষকে সামনে রেখে জনপ্রিয় এই অনলাইন শপিং মা্ধ্যম বৈশাখী শাড়ি, রঙ-বেরঙ্গের গহনা, লেডিজ কুর্তি, ছেলেদের পাঞ্জাবী, ফতুয়া থেকে শুরু করে শিশুদের নানা ডিজাইনের দেশী পোশাকের বর্ণীল সমাহার রেখেছে।

সেইসাথে দিচ্ছে চমকপ্রদ অফার। ক্রেতারা আজকের ডিলের যেকোনো পণ্য অর্ডার করলে সঙ্গে সাজের পন্য (চুড়ি/গহনা) পাচ্ছেন একদম ফ্রি। অফার করা হয়েছে ৫ হাজারেরও বেশী বৈশাখী পণ্যে। এছাড়া বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে ২০% ক্যাশ ব্যাক।

ক্রেতারা অনলাইনে অর্ডার ছাড়াও ০৯৬১২০০৭০০৭ নম্বরে ফোন করেও যেকোন পন্যের অর্ডার দিতে পারেন।   সারাদেশের ক্রেতাদের সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে পণ্য পৌছে দেবার নিশ্চয়তা প্রদান করে আজকেরডিল ।

প্রতিষ্ঠানটি বলছে, দেশের সর্বাধিক সংখ্যক ক্রেতা অনলাইনে শপিং করে থাকে তাদের সাইট থেকে এবং ২ হাজারেরও বেশী বিক্রেতার ১ লাখের বেশী পণ্য নিবন্ধিত রয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।