ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশিয় প্রতিষ্ঠানই এগিয়ে নেবে ই-কমার্স খাত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
দেশিয় প্রতিষ্ঠানই এগিয়ে নেবে ই-কমার্স খাত

বাংলাদেশে বিদেশি প্রতিষ্ঠানগুলো অনেক টাকা বিনিয়োগ করে গ্রাহকদের লোভনীয় অফার দিচ্ছে। কিন্তু সেই অফারে পণ্য কিনে গ্রাহকরা ভোগান্তির স্বীকার হচ্ছেন।

পণ্য কেনার পর তা গ্রাহকরা বুঝে পাচ্ছেনা এমনটাও ঘটছে। যদিও পায় সেগুলোর গুণগতমান ঠিক থাকে না বেসিস সভাপতি শামীম আহসান নতুন ই-কমার্স প্লাটফর্ম ‘অফার বাজার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানালেন।

শনিবার (০৯ এপ্রিল) বেসিস মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি আরো বলেন, কিছুদিন পর সেসব প্রতিষ্ঠানগুলো ব্যবসা গুটিয়ে চলেও যায়।

কিন্তু বেসিস সদস্যভুক্ত দেশিয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতসহ প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে কেউ ভোগান্তির শিকার হলে তা প্রতিকারের ব্যবস্থাও রয়েছে।

আগামী দিনে দেশিয় এসব প্রতিষ্ঠানই সম্ভাবনাময় ই-কমার্স খাতকে এগিয়ে নেবে প্রত্যাশা বেসিস সভাপতির।

এতে বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর ইয়ুথ প্রোগ্রামের কো-অর্ডিনেটর মুনির হাসান। বক্তব্যে তিনি বলেন, উদ্ভাবনী চিন্তায় বাংলাদেশ অনেক এগিয়ে। উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আমরা একদিন বিশ্বের বড় প্রতিষ্ঠানগুলোকে পিছনে ফেলতে পারবো।

অনুষ্ঠানে উপস্থিত অন্যদের মধ্যে ছিলেন অফার বাজারের সহ-প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান, তৌশিকুর রহমান ও সাজেদুল ইসলাম শুভ্র।

‘সাশ্রয় সবসময়’ কথাটাকে ধারণ করে অফার বাজারের ওয়েবসাইটটি (www.offerbazar.com.bd) উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।