ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘গ্যালাক্সি ফ্যাবলেট’ পানিতে আধাঘণ্টা রাখলেও ক্ষতি নেই

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
‘গ্যালাক্সি ফ্যাবলেট’ পানিতে আধাঘণ্টা রাখলেও ক্ষতি নেই

দেড় মিটার পানির নিচে আধা ঘণ্টা পর্যন্ত ডুবো অবস্থায় থাকলেও কোনো ক্ষতি হবেনা এমন একটি ফ্যাবলেট ফোন বাজারে ছাড়বে স্যামসাং। নোট ৬ নামের গ্যালাক্সি সিরিজের নতুন এ ডিভাইস পানি এবং ধুলো ময়লা প্রতিরোধক্ষম বলে পরিচিতি পাচ্ছে প্রতিবেদনগুলোতে।

কিন্তু এ বিষয়ে নির্মাতা প্রতিষ্ঠান এখনও নিশ্চিত করেনি। এখন পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনগুলো হচ্ছে অনুমানের ভিত্তিতে। তাই আপাতত কারও কারও কাছে এটি গুজব। অবশ্য গুজব তথ্যের উপরও নির্ভর করছে অনেকেই। কেননা গুজব খবর বেশিরভাগ সময় সত্যি হয়। খুব শীঘ্রই যে নোট ৬ বাজারে আসছেনা এমনটাও জোর দিয়ে বলা হয়েছে বর্তমান প্রতিবেদনে।


এদিকে নোট ৬ নিয়ে স্যামসাং ভক্তদের কৌতুহল তুঙ্গে।


স্যাম মোবাইল প্রতিবেদনে জানিয়েছে গ্যালাক্সি সিরিজের নতুন পণ্যের কাঠামো ‘আইপি৬৮’ স্বীকৃত হবে। ফলে এটি দেড় মিটার পানিতে আধা ঘণ্টা পর্যন্ত নিমজ্জিত থাকতে পারবে। এ খবর যদি সত্যিই হয় তাহলে নোট ৬’ই হচ্ছে স্যামসাং এর পানি, ধুলোময়লা বিরোধী প্রথম ফ্যাবলেট।

খুব সম্ভবত অ্যাপলের আইফোন ৭ এর আগেই প্রকাশ পাবে নোট ৬ এমনও ধারণা করা হচ্ছে।

অন্য এক রিপোর্টে বলা হয়েছে. আইরিস স্ক্যনারের কথা। আর সেজন্য প্রতিষ্ঠানটি ভারতে ফিচারটি পরীক্ষা নিরীক্ষার (আরঅ্যান্ডডি) জন্য আনবে।

সুত্র মতে, এ মুহূর্তে আসন্ন এ পণ্যের বিস্তারিত পাওয়া যদিও কঠিন, তবে এতে “স্যামসাং মোবাইল” জুড়ে দেয়ার বিষয়টি সুস্পষ্ট।

পণ্যটির গুজবিত ফিচারের মধ্যে রয়েছে পর্দা ৫.৮ ইঞ্চি যা কিউএইচডি প্রযুক্তির, ৬জিবি র‌্যাম, ১২ এমপি মূল ক্যামেরা। এছাড়া কয়েকটি স্টোরেজে ‘৬৪ জিবি, ১২৮ জিবি, ২৫৬জিবি’ আসছে।

সম্প্রতি আরেক প্রতিবেদনে দৃঢ়ভাবে বলা হয়, ভারতের বাজারে স্যামসাং স্মার্টফোন শেয়ার ফিরে পাচ্ছে। বিশেষ ধরনের ফিচার সুসজ্তিকরে উন্নতিসাধন করায় তাদের ভাগ্যের এই পরিবর্তন।

মোটরসাইকেল চালকদের জন্য সেফটি মোড ফিচারটি উল্লেখযোগ্য। এর আগে স্থানীয় প্রতিদ্বন্দী মাইক্রোম্যাক্স, লাভা সেইসাথে চীনের কিছু ব্র্যান্ড ভারতের বাজার দখলকারী স্যামসাং’কে অতিক্রম করেছিল।

গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্টের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে স্যামসাং এর শেয়ার ৩০ শতাংশ উন্নীত হয়, গত বছরের চুতূর্থ প্রান্তিকে ছিল ২৮.৬ শতাংশ। আর ২০১৪ সালের শেষ ভাগের শেয়ার ছিল ২৭.৪ শতাংশ।

এদিকে প্রতিদ্বন্দী অ্যাপলের চোখ এখন বিশ্বের দ্রুত অগ্রসরমান বাজারে। এজন্য নতুনভাবে পরিকল্পনার প্রস্ত্ততি নিচ্ছে কোপার্টিনো জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।