ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভূমিক‌ম্পের পর নিরাপ‌দ কি না জানা‌তে ফেসবু‌ক ফিচার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
ভূমিক‌ম্পের পর নিরাপ‌দ কি না জানা‌তে ফেসবু‌ক ফিচার

ঢাকা: ভূমিক‌ম্পের পর ফেসবুক ব্যবহারকারীরা নিরাপ‌দে অা‌ছেন কি না, তার জন্য এক‌টি ফিচার চালু ক‌রে‌ছে সামা‌জিক যোগা‌যো‌গের এ মাধ্যম।
'সেফ‌টি চেক' না‌মে ফিচার‌টির মাধ্য‌মে ম্যা‌সেজ ব‌ক্সে স্বয়ং‌ক্রিয়ভা‌বে বার্তা চ‌লে অাস‌ছে অাপ‌নি নিরাপদ কিনা।



এরপর ই‌য়েস বাট‌নে ক্লিক কর‌লেই দেখা‌চ্ছে অা‌পনি নিরাপদ। এছাড়া বন্ধুরা কারা কারা নিরাপ‌দে রয়েছেন  তাও দেখো‌চ্ছে ফিচার‌টি।

বুধবার (১২ এপ্রিল) রা‌তে ৬ দশ‌মিক ৯ মাত্রার ভূ‌মিক‌ম্পে কেঁ‌পে উঠে সারা বাংলা‌দেশ। এরপরই ফিচারটি চালু করে ফেসবুক।

বাংলা‌দেশ সময়: ০০৫৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
এমঅাইএইচ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।