ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিম ক্লোনিংয়ে কোনো কর্মী গ্রেফতার হয়নি: গ্রামীণফোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
সিম ক্লোনিংয়ে কোনো কর্মী গ্রেফতার হয়নি: গ্রামীণফোন

ঢাকা: সিম ক্লোনিংয়ের ঘটনায়  কোনো কর্মকর্তা বা কর্মী গ্রেফতার হননি বলে জানিয়েছে দেশের প্রধান বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন।

একই সঙ্গে গ্রামীণফোনের কর্মীর মাধ্যমে সিম ক্লোনিংয়ের যে ইঙ্গিত দেওয়া হয়েছে তারও কোন বাস্তবতা নেই।


 
বুধবার (২০ এপিল) রাতে এক বিবৃতিতে গ্রামীণফোন এসব কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘২০ এপ্রিল প্রকাশিত কিছু সংবাদে গ্রামীণফোন কর্মী কর্তৃক সিম ক্লোনিংয়ের যে ইঙ্গিত দেওয়া হয়েছে তার কোনো বাস্তবতা নেই। গ্রামীণফোন গণমাধ্যমে প্রকাশিত এই ঘটনার তদন্তের বিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থাকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। ’
 
এই ঘটনায় ১৮ এপ্রিল গ্রামীণফোনের কোনো কর্মকর্তা বা কর্মী গ্রেফতার হননি জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের জানা মতে গ্রেফতারকৃতদের কয়েকজন বিভিন্ন খুচরা বিক্রেতার দোকানে কর্মরত যেখানে গ্রামীণফোনের নির্দিষ্ট কিছু সেবা প্রদান করা হয়। ’

‘এছাড়াও গ্রামীণফোন পরিষ্কারভাবে বলতে চায় যে, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী যে কোনো মোবাইল আর্থিক সেবা অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকের অর্থের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা সম্পূর্ণভাবেই সংশ্লিষ্ট মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের দায়িত্ব। ’
 
বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।