ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মেয়েদের জন্য ‘গার্লস ইন আইসিটি’ প্রোগ্রাম

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
মেয়েদের জন্য ‘গার্লস ইন আইসিটি’ প্রোগ্রাম ‘গার্লস ইন আইসিটি’ প্রোগ্রামে অংশগ্রহনকারীরা

তথ্যপ্রযুক্তি শিক্ষা ও পেশায় মেয়েদের অংশগ্রহন বাড়ানোর লক্ষে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) তাদের সদস্য দেশগুলোতে আয়োজন করে থাকে ‘গার্লস ইন আইসিটি’ প্রোগ্রাম।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক গার্লস ইন আইসিটিকে সামনে রেখে বাংলাদেশেও নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ ওম্যান ইন আইটি (ব্লিউআইটি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে ঢাকা ও ঢাকার বাইরে ২১ এপ্রিল থেকে এই কার্যক্রম আরম্ভ করে। কেবল মেয়েদের জন্য এ আয়োজন অনলাইন প্রোগ্রামিং কনটেস্টের মাধ্যমে শুরু হয়।

গালর্স ইন আইসিটি উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে 'ওপেন হাউস ডে‘তে শতাধিক মেয়ে সফটওয়্যার ও আইটি প্রতিষ্ঠান বোর্ডিং ভিস্তা, ইউআইসিস্টেম লিমিটেড, ডিজিকন টোকনোলজিস, গ্রাফিক পিপল ও গ্রামীণ ফোন পরিদর্শন করে। পরিদর্শনকালে অংশগ্রহণকারীরা সেসকল প্রতিষ্ঠানে আইসিটি ভিত্তিক বিভিন্ন সুযোগ, সুবিধা ও কর্ম পরিবেশ সম্পর্কে জানতে পারে।

২৫ এপ্রিল রংপুর টাউন হলে একটি সচেতনতা কর্মসূচিতে রংপুরের ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক ছাত্রী অংশগ্রহন করে দেশ-বিদেশের আইসিটি খাতে নানান সুযোগ সুবিধা সম্পর্কে ধারণা পায়। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন মওলানা কেরামত আলী, বিশেষ অতিথি ছিলেন অনার্স কলেজের সভাপতি সালাহ উদ্দিন কাদেরি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহতেশামুল ইসলাম, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহকারী সাধারণ সম্পাদক শাহ্‌ মোঃ তানভীর সিদ্দিকী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন র‍্যানডম ডটস এর কার্য নির্বাহী রায়হান ইসলাম। এতে কুইজ প্রতিযোগিতার ১০ জনকে পুরস্কৃত করা হয় এবং প্রথম ৪০ জনকে নিয়ে মাসব্যাপী কর্মশালার ঘোষণা দেয়া হয়।

ব্র্যাক আইটি এস, মাইক্রোসফট বাংলাদেশ, ডিনেট, স্যামসাং আরডিআই এবং বসুন্ধরা পি১ পরিদর্শনের কর্মসূচি রয়েছে।  

উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিল ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক আযোজিত ক্যারিয়ার ফেয়ারের শেষ দিনে বাংলাদেশে গার্লস ইন আইসিটি প্রোগ্রামের সমাপনীতে দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে দেশের আইসিটি খাতের সফল ও আগ্রহী নারীদের মিলনমেলার শেষ হবে গার্লস ইন আইসিটি প্রোগ্রাম।

এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে টেকশহর ডট কম এবং সহযোগিতা করছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও বাংলাদেশ ইন্টারনেট সোসাইটি। বিস্তারিত জানতে -http://girlsinict.bdosn.org/

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।