ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৯০০ টাকায় থ্রি-জি ট্যাবলেট পিসি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মে ১৩, ২০১৬
১৯০০ টাকায় থ্রি-জি ট্যাবলেট পিসি! ছবি:দিপু- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিআইসিসি মেলা প্রাঙ্গণ থেকে: মাত্র এক হাজার ৯০০ টাকা পরিশোধ করেই এক জিবি থ্রি-জি ট্যাবলেট পিসি সঙ্গে নিয়ে ঘরে ফিরতে পারছেন প্রযুক্তিপ্রেমীরা। গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা উপলক্ষে এ অফার নিয়ে এসেছে দেশের অন্যতম প্রযুক্তিপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান গ্যাজেট গ্যাং সেভেন।


 
তবে পরবর্তীতে আরও দুই কিস্তিতে এক হাজার ৯০০ টাকা করে পরিশোধ করতে হবে। সব মিলিয়ে এ ট্যাবলেট পিসির দাম পড়বে পাঁচ হাজার ৭০০ টাকা। এ অফার শুধুমাত্র ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য। প্রতিমাসে একটি করে কিস্তি পরিশোধ করতে হবে।
 
রাজধানীর আগারগাঁও আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত তিন দিনব্যাপী ‘সামার ল্যাপটপ ফেয়ার ২০১৬’ এ গ্যাজেট গ্যাং সেভেন’র স্টলে প্রবেশ করে পাওয়া গেলো এমন তথ্য। কার্নিভাল হলের চার নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে গ্যাজেট গ্যাং সেভেনের মন মাতানো এ পণ্যটি।
 
এ ট্যাবলেট পিসি’র গুণগত মান সম্পর্কে গ্যাজেট গ্যাং সেভেন’র চেয়ারম্যান তৌহিদুল হাসান বাংলানিউজকে জানান, এক জিবি ৠাম, আট জিবি রম, অ্যান্ড্রয়েড ললিপপ, সাত ইঞ্চি আইপিএস ডিসপ্লে রয়েছে ট্যাবলেটটিতে। এছাড়া এক বছরের ওয়ারেন্টিও পাবেন ক্রেতারা।
 
মেলায় গ্যাজেট গ্যাং সেভেনের একদল কর্মী দর্শনার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন পণ্যটির। এছাড়া কেউ যদি পণ্য সম্পর্কে তথ্য জানতে চান সেক্ষেত্রেও দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৩ মে) মেলার পর্দা ওঠার পর গ্যাজেট গ্যাং সেভেনের স্টলে পণ্যটির জন্য গ্রাহকদের বেশ ভিড় দেখা গেছে। তবে বিকেলে গড়াতেই উপচে পড়া ভিড় ছিল। এতো অল্প টাকায় ট্যাব নিয়ে বাড়ি ফিরতে পেরে গ্রাহকরাও খুশি। অনেকেই জানান, একসঙ্গে অনেক বেশি টাকা দিয়ে ট্যাব কেনা যায় না।
 
তাই কিস্তিতে এ অফারটি খুবই গ্রহণযোগ্য। খুবই ভালো একটি উদ্যোগ বলেও কেউ কেউ মত প্রকাশ করেন।
 
তিনি জানান, আধুনিক প্রযুক্তি সম্পন্ন এ ট্যাবলেটের গুণগত মান খুবই ভালো। চীনে তৈরি পণ্যটি একেবারেই নতুন। তাদের নিজেদের তত্ত্বাবধানে তৈরি ট্যাবলেটটি দেশের গ্রাহকরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
 
তৌহিদুল হাসান বলেন, দীর্ঘ সময় ধরে দেশের গ্রাহকদের উন্নত প্রযুক্তিসম্পন্ন বিভিন্ন মডেলের ট্যাবলেট, মোবাইলসহ নানা পণ্য সরবরাহ করে ইতিমধ্যে গ্রাহকদের কাছে আস্থার প্রতীক হিসেবে গ্যাজেট গ্যাং সেভেন প্রতিষ্ঠিত হয়েছে। তাই এ প্রতিষ্ঠানের পণ্য যেকেউ নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
 
তিন দিনব্যাপী এ মেলার আয়োজনে রয়েছে এক্সপো মেকার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। টিকিট মূল্য ৩০ টাকা। তবে স্কুলের ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারছেন। আগামী রোববার (১৫ মে) মেলার পর্দা নামবে।

**গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা শুরু
 
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মে ১৩, ২০১৬
একে/ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।