ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দ্বিতীয় দিনেও জমে উঠেছে ল্যাপটপ মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মে ১৪, ২০১৬
দ্বিতীয় দিনেও জমে উঠেছে ল্যাপটপ মেলা ছবি: দীপু মালাকার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দ্বিতীয় দিনেও জমে ওঠেছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা।

পূর্ব ঘোষণা অনুযায়ী, শনিবার (১৪ মে) সকাল ১০টায় প্রবেশদ্বার খুলে দেওয়া হলেও দুপুর নাগাদ তেমন ক্রেতা-দর্শনার্থী ছিলেন না।

এ নিয়ে বিভিন্ন প্যাভিলিয়নের কর্মকর্তাদের মন খারাপেরও শেষ ছিল না। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লোকসমাগম।
 
এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিটি স্টলেই ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। ছেলে, বুড়ো থেকে শুরু করে সব বয়সী প্রযুক্তিপ্রেমীরা মেলায় এসেছেন পছন্দের পণ্যটি নিতে। অনেকেই আবার সপরিবারে এসেছেন।

মিরপুর থেকে আগত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অনুপম রায় বাংলানিউজকে জানান, মেলায় ঘুরে ঘুরে পছন্দের ল্যাপটপ কিনে নিয়ে বাসায় ফিরবেন। তাই বিকেলে এসেছেন। শ্রাবন্তী সরকার নামে গৃহীনি জানান, সারাদিন প্রয়োজনীয় কাজ শেষে ১০ বছর বসয়ী ছেলেকে নিয়ে এসেছেন নোটবুক নিতে।
 
এদিকে স্টলগুলোর বিক্রেতারা বলেন, সারাদিন তেমন ক্রেতা না থাকলেও বিকেলের দিকে তা বেড়েছে। বিক্রিও ভালো হচ্ছে। কম্পিউটার সোর্সের রিটেইল সেলস এক্সিকিউটিভ মুক্তাদির শুভ বলেন, প্রথমদিনের চেয়ে দ্বিতীয় দিনের বিক্রি এখন পর্যন্ত কম। তবে সারাদিনের তুলনায় ক্রেতা-দর্শনার্থী বেড়েছে। সবমিলিয়ে ভালো।
 
বিআইসিসির কার্নিভাল ও হারমুনি হলে দেশে ১৭ বারের মতো এ মেলার আয়োজন করেছে এক্সপো মেকার।

শেষ দিন রোববার (১৫ মে) সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত চলবে এ মেলা।
 
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মে ১৪, ২০১৬
ইইউডি/বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।