ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসুস, লেনেভো’র ল্যাপটপে গ্লোবাল ব্র্যান্ডের নিশ্চিত উপহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৬
আসুস, লেনেভো’র ল্যাপটপে গ্লোবাল ব্র্যান্ডের নিশ্চিত উপহার ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ল্যাপটপ মেলা ঘুরে: বিশ্বের নামকরা ব্র্যান্ড আসুস ও লেনোভোর ল্যাপটপের প্রতি কমবেশি সবারই আগ্রহ ও আকর্ষণ দুই-ই আছে। ল্যাপটপ কেনার তালিকায় এই দুই ব্র্যান্ডের নামও থাকে প্রথমের দিকে।

 

দামি এই দুই ব্র্যান্ডের পণ্যে যদি মূল্যছাড় ও আকর্ষণীয় উপহার পাওয়া যায় সেই সুযোগ হাতছাড়া কেউ করতে চাইবেন না। তার প্রমাণ মিললো রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা সামার ল্যাপটপ ফেয়ারে।
 
দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তিপণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আসুস ও লেনোভো’র ল্যাপটপে আকর্ষণীয় সব উপহার ও মূল্যছাড় দেওয়ায় ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেলো।
গ্লোবাল ব্র্যান্ডের বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টলে দর্শনার্থীরা হয়ে যাচ্ছেন ক্রেতা। কিনছেন মনের মতো ব্র্যান্ড আসুস ও লেনোভোর ল্যাপটপ। সঙ্গে পাচ্ছেন আকর্ষণীয় সব দামি উপহার। শনিবার (১৪ মে) মেলার দ্বিতীয় দিনে পাওয়া গেলো এমন সব নানা চিত্র।
 
শুধু ল্যাপটপ নয় মেলায় কম্পিউটার এক্সেসরিজ হান্টকি, রাপু, এন্টিভাইরাস পান্ডাও নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এসব পণ্যের সঙ্গেও মিলছে উপহার ও মূল্যছাড়।
 
স্টলের কর্মীরা জানালেন, আসুস ব্র্যান্ডের ল্যাপটপ কিনলে টি শার্ট, রেইন-কোর্ট অথবা ব্যাকপ্যাক যেকোনো একটি পাওয়া যাবেই। এর সঙ্গে ভাগ্য ভালো হলে মেগা উপহার হিসেবে মিলবে এসি, ফ্রিজ, জেন ফোন। ‘আসুস স্ক্রাচ অ্যান্ড উইন’ শীর্ষক বিশেষ অফারের আওতায় আসুসের যে কোনো ল্যাপটপ কিনে এসব উপহার পাওয়া যাবে।
আসুস ব্র্যান্ডের জেনবুক প্রো ইউএক্স-৫০১ ও এন-৫৫২ ভি ডাব্লিউসহ থাকছে এএমডি ও ইন্টেলডুয়েল কোর সিরিজ, ইন্টেলের কোর আই-৩, কোর আই-৫, কোর আই-৭’সহ বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপ।
 
লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ কিনলে টি শার্ট, এন্টিভাইরাস, মাউস, স্মার্টফোন, ট্যাবলেট, প্রিন্টার ও এলইডি টেলিভিশনের যে কোনো একটি উপহার হিসেবে পাওয়া যাবে। এ ব্র্যান্ডের ইয়োগা ৯০০ টাচ আলট্রাবুক এবং আইডিয়া প্যাডসহ বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপ পাওয়া যাচ্ছে।
 
এছাড়া পান্ডা এন্টিভাইরাস কিনলে উপাহার হিসেবে মিলবে স্পিকার ও ছোট ব্যাগপ্যাক।

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের এক্সিকিউটিভ আফসানা বেবি রত্মা বাংলানিউজকে বলেন, প্রতিটি পণ্যেই ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তথ্য সংগ্রহের পাশাপাশি বেশিরভাগই দর্শনার্থী ল্যাপটপ কিনছেন।
 
গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের পিআর এক্সিকিউটিভ মিডিয়া অ্যান্ড এ্যাডভারটাইজমেন্ট শামিতা সাকি ঈশিতা বাংলানিউজকে জানান, গ্রাহকদের সম্মানে গ্লোবাল ব্র্যান্ডের পক্ষ থেকে এসব ছাড় ও উপহার দেওয়া হচ্ছে। গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিতের লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠানটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

সার্বিক বিষয়ে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস সেলিম আহম্মেদ বাদল বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে বিশ্বের নামকরা ব্র্যান্ডের বিভিন্ন প্রযুক্তির পণ্য সরবরাহ ও বিক্রয় সেবা দিয়ে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড দেশের গ্রাহকদের কাছ থেকে আস্থা অর্জন করেছে। ফলে এই প্রতিষ্ঠানের প্রতি যে কেউ আস্থা রাখতে পারেন।

গ্লোবাল ব্র্যান্ডের প্যাভিলিয়নগুলোতে যে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এটাও কিন্তু তার একটি প্রমাণ।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, মে ১৫, ২০১৬
একে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।