ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তারবিহীন কি-বোর্ড, স্পিকার, হেডফোনে দারুণ উৎসাহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, মে ১৫, ২০১৬
তারবিহীন কি-বোর্ড, স্পিকার, হেডফোনে দারুণ উৎসাহ

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলমান ল্যাপটপ মেলায় তারবিহীন কি-বোর্ড, স্পিকার, হেডফোনে ব্যাপক উৎসাহ ক্রেতা-দর্শনার্থীদের।
 
রোববার (১৫ মে) মেলার কার্নিভাল হলে গ্লোবাল ব্র্যান্ডের প্যাভিলিয়নে এগুলো কিনতে ব্যাপক ভীড় লক্ষ্য করা গেছে।

এ প্রতিষ্ঠানটি মেলায় নানা ডিজাইন ও আকর্ষণীয় তারবিহীন প্রযুক্তি পণ্য বিক্রি করছে। সব পণ্যেই ১৫ শতাংশ ছাড় দিচ্ছে তারা।
 
সেলসম্যান নওরীণ আক্তার বাংলানিউজকে জানান, ল্যাপো ব্র্যান্ডের হেডফোন ও স্পিকারগুলোর বৈশিষ্ট্য একেবারে স্বতন্ত্র ও টেকসই। এছাড়া একই ব্র্যান্ডের কি-বোর্ড, মাউসও তারা বিক্রি করছেন। আর সব পণ্যেই ১৫ শতাংশ ছাড় রয়েছে। সঙ্গে রয়েছে দুই বছরের ওয়ারেন্টি ও রিপ্লেসমেন্ট সুবিধা।
 
গ্লোবাল ব্র্যান্ডের এক্সিকিউটিভ (ব্র্যান্ড ডেভেলপমেন্ট) আব্দুল বাশার বাংলানিউজকে জানান, মেলায় তাদের ৭টি স্টল, ২টি প্যাভিলিয়ন ও ৩টি মিনি প্যাভিলিয়ন রয়েছে। সবগুলোতেই তারবিহীন এ পণ্যগুলো বিক্রি হচ্ছে। তাদের এ২০০ মডেলের লাল কালো রঙের আকর্ষণীয় স্পিকার বিক্রি হচ্ছে ৩ হাজার ৫শ’ টাকায়। এর কাঠামো রাবারের তৈরি বলে পড়ে গেলেও ভেঙে যাওয়ার শঙ্কা নেই। এছাড়া এ৩০০ মডেলের চারকোণা ডুয়েল মুডের স্পিকারটিতে ৫শ’ টাকা ছাড় দিয়ে দাম ধরা হচ্ছে ৪ হাজার ৫শ’ টাকা। বিদ্যুৎ ছাড়াই এ স্পিকারগুলো টানা অন্তত ৬ ঘণ্টা পর্যন্ত চলবে।
 
আর তারবিহীন হেডফোনগুলোও আকর্ষণীয় রঙ ও ডিজাইনের। এইচ৬০২০ মডেলের হেডফোনটি ৭শ’ টাকা ছাড় দিয়ে মেলায় বিক্রি হচ্ছে ২ হাজার ৫শ’ টাকায়। এছাড়া ৫১০০ মডেলের হেডসেটটি ৫শ’ টাকা ছাড় দিয়ে ৩ হাজার টাকা দাম ধরা হয়েছে।
 
অন্যদিকে হলুদ, সবুজ, লাল ও কালো রঙ এবং প্রিন্টের ডিজাইনে তৈরি তারবিহীন মাউসগুলো বিক্রি হচ্ছে ৮শ’ ৫০ টাকা থেকে ১ হাজার ৬শ’ টাকায়। শুধু কি-বোর্ড পাওয়া যাচ্ছে ৯শ’ ৫০ টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকায়। আর মাউসসহ কি-বোর্ড পাওয়া যাচ্ছে ১ হাজার ৩শ’ টাকা থেকে ৩ হাজার টাকায়।
 
ক্রেতা রামীম রহমান এসেছেন হেডফোন কিনতে। তিনি বলেন, তারযুক্ত যেকোনো ডিভাইসই ঝামেলার। তাই ব্লু-টুথ হেডফোনই তার পছন্দ।
 
ব্যবসায়ী ফয়সাল মণ্ডল জানান, তিনি ব্লু-টুথ স্পিকার ও কি-বোর্ড নেবেন। তাই মেলায় এসেছে সেরা পণ্যটি নিতে।
 
এক্সপো মেকার আয়োজিত তিন দিনব্যাপী এই গ্রীষ্মকালীন মেলার শেষদিন রোববার (১৫ মে)। রাত আটটায় মেলার পর্দা নামবে।
 
গ্লোবাল ব্র্যান্ডের এক্সিকিউটিভ (ব্র্যান্ড ডেভেলপমেন্ট) আব্দুল বাশার বাংলানিউজকে জানান, এবার ভালোই বিক্রি হয়েছে। ক্রেতা-দর্শনার্থীদের উৎসাহও ছিল বেশ।
 
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মে ১৫, ২০১৬
ইইউডি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।