ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফুজিৎসু’র ১৩টি নতুন লাইফবুক দেশের বাজারে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মে ১৬, ২০১৬
ফুজিৎসু’র ১৩টি নতুন লাইফবুক দেশের বাজারে

বাংলাদেশের প্রযুক্তিপণ্য ব্যবহারকারীদের আভিজাত্যকে ফুটিয়ে তুলতে জাপানি ফুজিৎসু ব্র্যান্ডের ষষ্ঠ প্রজন্মের ৫টি ফ্লাগশিপ মডেলের ১৩টি লাইফবুক অবমুক্ত করেছে কম্পিউটার সোর্স। এর মধ্যে বাজেট ও কাজ বন্ধব কোরআই ৩ থেকে শুরু করে রয়েছে কোর আই ৭ প্রসেসর চালিত লাইফবুক।

সদ্য অবমুক্ত এই ফ্ল্যাগশিপগুলোর মধ্যে এস৯৩৬ মডেলটি কেবল হালকা-পাতলা গড়নের স্বাক্ষরই বহন করে না; একইসঙ্গে ১৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়। আর ডেটার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি মেটাল বডির ই৭৩৬ মডেলের লাইফবুকটি যে কোনো প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাদের জন্য হবে সময়ের সেরা বহনযোগ্য পিসি।

একই সিরিজের ই৫৪৬ মডেলটি স্থায়ীত্বের দিক দিয়ে যতটা এগিয়ে, তেমনি তুলনামূলক ভাবে সাশ্রয়ী।

অপরদিকে এএইচ সিরিজের ৫৫৬ভি মডেলটি পেশাদার অ্যাপ ডেভেলপার, ওয়েব ডিজাইনার কিংবা গ্রাফিক্স ডিজাইনার ও এনিমেটরের জন্য আদর্শ। এছাড়া দৃষ্টিনন্দন ও পাতলা গড়নের ইউ৫৩৬ লাইফবুকটি ভ্রাম্যমান ব্যবহারকারীদের কাছে সময়ের সবচেয় সেরা ল্যাপটপ হিসেবে বিবেচিত হচ্ছে।

লাইফবুকগুলোর কারিগরি বৈশিষ্ট্য এবং মূল্য জানতে ভিজিট করুন এই http://computersourcebd.com/products/series/lifebook_7 ঠিকানায়।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ১৬, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।