ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘টেলিডেনসিটি এখন ৮৪ শতাংশ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মে ১৭, ২০১৬
‘টেলিডেনসিটি এখন ৮৪ শতাংশ’ ছবি: নূর- বাংলানিউজটোেয়েন্টিফোর.কম

ঢাকা: ষোল কোটি মানুষের বাংলাদেশে টেলিযোগাযোগ সেবা গ্রহণকারীর হার ৮৪ শতাংশ হয়েছে জানিয়ে ডাক ও টে‌লি‌যোগা‌যোগ প্রতিমন্ত্রী তারানা হা‌লিম বলেছেন, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
 
‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ উপলক্ষে মঙ্গলবার (১৭ মে) সকাল সা‌ড়ে দশটায় রাজধানীর মা‌নিক মিয়া অ্যা‌ভি‌নিউ‌য়ে সুসজ্জিত রোড শো’ ও র‌্যালির উদ্বোধনকালে একথা বলেন তিনি।


 
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, সারা বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং ডিজিটাল যে বিভক্তি আছে তা দূরীকরণের সম্ভাবনা সম্পর্কে সচেতনতা সৃষ্টিই হচ্ছে এ দিবসের মূল লক্ষ্য।
 
‘আমরা চাই টেলিযোগাযোগের আওতায় সমগ্র বাংলাদেশ আসবে। ২০০৮ সালে টেলিডেনসিটি ছিল ৩৮ শতাংশ, এখন তা বেড়ে হয়েছে ৮৪ শতাংশ। মোবাইল ও ইন্টারনেট গ্রাহক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মোবাইল ফোন গ্রাহক ১৩ কোটি ছাড়িয়ে যাচ্ছে। কাজেই এখন সময় আমাদের, এখন সময় বাংলাদেশের’।
 
‘সামাজিক উন্নয়নে প্রয়োজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর বাণিজ্যিক উদ্যোগ’ স্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
 
তারানা হালিম বলেন, আজকের দিবসে কিভাবে টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামাজিক তথা অর্থনৈতিক উন্নয়ন ঘটানো যায়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায় এবং একই সঙ্গে সমাজের সর্বত্র ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা কিভাবে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে তথ্যপ্রযুক্তির শিকল প্রান্তিক জনগোষ্ঠী ভোগ করবে।
 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান, বিটিসিএল এবং বিভিন্ন মোবাইল ফোন অপারেটর প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছি‌লেন।
 
টেলিযোগাযোগ বিভাগ, বিটিসিএল, ছয়টি মোবাইল ফোন অপারেটর ও আইসিটি সেবাদাতা ৩১টি প্রতিষ্ঠানের উদ্যোগে বর্ণাঢ্য রোড শো’র আয়োজন করা হয়।
 
বেলুন উড়িয়ে উদ্বোধনের পর প্রতিমন্ত্রী টেলিটকসহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর গাড়িবহর পরিদর্শন করেন।
 
গ্রামীণফোনের ইন্টারনেট বা অনলাইন স্কুলের থিম, রবি’র স্বনির্ভরতার প্রতীক সুতা কাটার চরকা এবং অন্যান্য অপারেটররা নিজস্ব থিম তুলে ধরে রোড শো’তে অংশ নেয়।
 
বর্ণাঢ্য সাজে বাদ্যযন্ত্র আর থিম সংয়ের তালে তালে রোড শো’টি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিটিআরসিতে মিলিত হওয়ার কথা রয়েছে।
 
বাংলা‌দেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মে ১৭, ২০১৬
এমআইএইচ/এএসআর

** টেলি‌যোগা‌যোগ দিব‌সে বর্ণাঢ্য রোড শো

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।