ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রযুক্তিবাজারে নেতৃত্ব দেবে দেশের তরুণরা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, মে ২৪, ২০১৬
প্রযুক্তিবাজারে নেতৃত্ব দেবে দেশের তরুণরা

ঢাকা: দেশের তরুণরা প্রযুক্তিবাজারের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (২৪ মে) রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আইসিটি ডিভিশন আয়োজিত ইনোভেশন বুট ক্যাম্পে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের মূল শক্তি দেশের মেধাবী তরুণ সমাজ। তাদের অসামান্য মেধা ও দক্ষতায় আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছি। তরুণদের এই অগ্রযাত্রায় তাদের দক্ষতা বাড়াতে অবদান রাখার জন্য আমরা বছরব্যাপী নানারকম প্রতিযোগিতার আয়োজন করে থাকি, যেনো বর্তমান প্রজন্ম তার মেধার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটাতে পারে।

পলক বলেন, কানেক্টিং স্টার্টআপ প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য, দেশের প্রয়োজন ও চাহিদা মোতাবেক বিভিন্ন প্রযুক্তি স্টার্টআপকে সামনে এনে টেকনিক্যাল সহায়তা দেওয়া। বিজয়ী পাবেন সরকারি পৃষ্ঠপোষকতায় জনতা টাওয়ার আইটি পার্কে অফিস স্পেস, কারিগরি গবেষণার সুযোগ এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় প্রোডাক্ট হিসেবে ব্র্যান্ডিংয়ের সুবিধা।

পলক বলেন, ৪শ ৩৫টির বেশি আবেদন ও তিন পর্যায়ের যাচাই-বাছাই হওয়ার পর গ্রোথ ও আইডিয়া সেক্টর থেকে ২৫টি করে মোট ৫০টি টিম পরবর্তী রাউন্ডের প্রতিযোগিতায় টিকে আছে। এই টিমগুলোও আজ আছে আমাদের সাথে।

পলক বলেন, বুটক্যাম্পে আপনারা প্রোডাক্ট ডেভেলপমেন্ট, গ্লোবাল পর্যায়ে নিজেদের প্রোডাক্ট নিয়ে যেতে করণীয়, আন্তর্জাতিক বাজারে সফল প্রোডাক্টগুলোর বেস্ট প্র্যাকটিস ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করবেন। আইসিটি ডিভিশন মনে করে এর মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টগুলোর আরও উৎকর্ষ সাধনে সক্ষম হবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, বিশ্বব্যাংকের ডিজিটাল এন্টারপ্রেনিউরশিপ প্রোগ্রামের কো-লিড টনি ইলিয়াজ, এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ ও বেসিস’র পরিচালক আশ্রাফ আবির।

অনুষ্ঠানটির সহযোগী হিসেবে রয়েছে- বিসিসি, হাইটেক পার্ক অথরিটি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যায় অ্যান্ড ইনফরমেশন (বেসিস)।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এসএস/এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।