ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪টি এমএসআই গেমিং মাদারবোর্ড অবমুক্ত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মে ২৬, ২০১৬
৪টি এমএসআই গেমিং মাদারবোর্ড অবমুক্ত ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে এমএসআই ব্র্যান্ডের ৪টি নতুন গেমিং মাদারবোর্ড অবমুক্ত করা হয়েছে। কম্পিউটার গেমারদের জন্য মাদারবোর্ডগুলো এনেছে দেশের অন্যতম আইটি কোম্পানি কম্পিউটার সোর্স।

গাজীপুরের রাঙ্গামাটি ওয়াটার রিসোর্টে সম্প্রতি অনুষ্ঠিত ব্যবসায় অংশীদারদের সম্মেলনে এমএসআই’র নতুন মডেলগুলোর মোড়ক উন্মোচিত হয়। মডেলগুলো হচ্ছে “এমএসআই এক্স ৯৯ গডলাইক গেমিং কার্বন, জেড১৭০এ ক্র্যাইট গেমিং থ্রিএক্স, মাউস সমৃদ্ধ বি১০৫এম গেমিং প্রো এবং এইচ১১০এম”।

অংশগ্রহনকারী ব্যবসায় অংশীদারদের সামনে মাদারবোর্ডগুলোর বৈশিষ্ট্য উপস্থাপন করেন এমএসআই দক্ষিণ এশিয়ার বিপণন বিশেষজ্ঞ কেন সাং।

দিন-রাতব্যাপী নানা আয়োজনের এ সম্মেলনে বক্তব্য রাখেন কম্পিউটার সোর্সের হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট মেহেদি জামান তানিম, হেড অব মার্কেটিং তারিক উল হাসান খান, সহ ব্যবস্থাপক হুমায়ুন কবির প্রমুখ।

ব্যবসায় ও কারিগরি সেশনের আগে প্রীতি ফুটবল ম্যাচ, হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, অবমুক্ত মাদারবোর্ডগুলোর মধ্যে আটটি ৠামের শ্লট বিশিষ্ট এবং ২০১১ভিথ্রি সকেট ও এলইডি লাইট সমৃদ্ধ এমএসআই এক্স ৯৯ গডলাইক গেমিং কার্বন মডেলটি গেমারদের প্রতিযোগিকে দক্ষ করবে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মে ২৬, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।