ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আঁলিয়াস ফ্রসেজ’এ ‘লাইফ, লাইট অ্যান্ড কেওস’ প্রদর্শনী

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, মে ৩০, ২০১৬
আঁলিয়াস ফ্রসেজ’এ ‘লাইফ, লাইট অ্যান্ড কেওস’ প্রদর্শনী

ঢাকার আঁলিয়াস ফ্রসেজ’র লা গ্যালারীতে চলছে জয় কে. রায় চৌধুরীর একক চিত্র প্রদর্শনী ‘লাইফ, লাইট অ্যান্ড কেওস’।

স্যামসাং মোবাইল বাংলাদেশের সহযোগিতায় প্রদর্শিত এই চিত্র প্রদর্শনী ২৭ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়।

জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের, সাংবাদিক জ. ই. মামুন, ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সির ফটোসাংবাদিক আবীর আব্দুল্লাহ,  হাতিল কমপ্লেক্স লিমিটেডের ডিরেক্টর মশিউর রহমান প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

তরুণ শিল্পী জয় কে. রায় চৌধুরীর প্রদর্শিত শিল্পকর্মগুলো স্যামসাং গ্যালাক্সি নোট ৫ ডিভাইস ব্যবহার করে তৈরি হয়েছে।

বিচ্ছিন্ন মানুষের মুখ, তাদের অভিব্যক্তি ক্রিয়া-প্রতিক্রিয়া নিয়ে ভিন্নধর্মী গল্পের মাধ্যমে এই প্রদর্শনী হচ্ছে। নির্দিষ্ট ফ্রেমের মধ্যে সময়কে স্থিত করেই জয় তার গল্প বলার চেষ্টা করেন। জয় ক্যামেরার লেন্সে চোখ রেখে তুলে আনেন মানুষের জীবনের বাস্তবতা, অনুভূতি, সুখ-দুঃখ আর আনন্দ।

প্রর্দশনী সম্পর্কে শিল্পী জয় কে. রায় চৌধুরী বলেন, চিত্রশিল্প তৈরির ক্ষেত্রে প্রচলিত ধারার বাইরে এসে গ্যালাক্সি নোট দিয়ে চিত্রশিল্পগুলো তৈরি করতে পেরে আমি সত্যিই আনন্দিত। সেইসাথে এগুলো প্রদর্শনের সুযোগ করে দেওয়ায় স্যামসাং মোবাইল বাংলাদেশকে ধন্যবাদ জানাই।

৬ জুন পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ৩০, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।