ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গেমিং, লাইভস্ট্রিমিং’এ সর্বোচ্চ কাভারেজ দেবে ডিলিংক রাউটার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মে ৩০, ২০১৬
গেমিং, লাইভস্ট্রিমিং’এ সর্বোচ্চ কাভারেজ দেবে ডিলিংক রাউটার

অনলাইনে দুর্দান্ত গতিতে গেম খেলা, ফোর কে এইচডি স্ট্রিমিং এবং  মুভি উপভোগের সুবিধা নিশ্চিত করতে দেশের বাজারে ডিলিংক’র আল্ট্রা ওয়াইফাই রাউটার নিয়ে এসেছে প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।

ডিআইআর ৮৯০এল মডেলের  এসি৩২০০ রাউটারটিতে স্মার্ট বিম ফরমিং প্রযুক্তি থাকায় কোনো নেটওয়ার্ক ড্রপ হয়না এবং বাধার দেয়াল ভেদ করে সর্বোচ্চ কাভারেজ দিতে পারে।

এর নেটওয়ার্ক গতি প্রতি সেকেন্ডে ৩.২ জিবি পর্যন্ত।

রাউটারটির চতুর্দিকে শক্তিশালী ইন্টার সংযোগ অটুট রাখতে ৬টি এক্সটার্নাল অ্যান্টেনার পাশাপাশি ৪টি গিগা ল্যান, ১টি গিগা ওয়্যান এবং ২টি ইউএসবি পোর্ট রয়েছে।

এর ইউএসবি পোর্টের মাধ্যমে স্টোরেজ ডিভাইস ও প্রিন্টার সংযুক্ত করা যায় অনায়াসে। ফলে রাউটারটির নেটওয়ার্ক ব্যবহার করেই অনলাইন প্রিন্টিং এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত হার্ডডিস্কে সংরক্ষণ করা যায়।

রাউটারটির দাম ২২ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মে ৩০, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।