ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লেনোভোর ৪ জিবি র‌্যামের ‘জুক জি২’ উন্মুক্ত

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুন ১, ২০১৬
লেনোভোর ৪ জিবি র‌্যামের ‘জুক জি২’ উন্মুক্ত

ঢাকা: চীনভিত্তিক বহুজাতিক প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান লেনোভো তাদের প্রতীক্ষিত ‘জুক জি২’ হ্যান্ডসেটটি অবশেষে উন্মুক্ত করেছে। ৪ গিগাবাইট র‌্যামের হ্যান্ডসেটটি আপাতত চীনের বাজারেই পাওয়া যাবে।

উচ্চ প্রযুক্তির ফাইবার গ্লাসে মোড়ানো হ্যান্ডসেটটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড এম (মার্শমেলো)। এর ৫ ইঞ্চি সম্পূর্ণ এইচডি পর্দার পিক্সেল ঘনত্ব ৪৪১ পিপিআই।

‘জুক জি২’ হ্যান্ডসেটটি অ্যান্টি-অয়েল ও অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট প্রতিরোধ সুবিধা। এছাড়াও হ্যান্ডসেটটির ৩ হাজার ৫শ’ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি মাত্র এক ঘণ্টায় ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে বলে লেনোভোর পক্ষ থেকে দাবি করা হয়েছে।  

৬৪ বিট স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসরের সঙ্গে হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে ৪ জিবি র‌্যাম। ‘জুক জি২’ হ্যান্ডসেটটির মূল পর্দা ১৩ মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। হ্যান্ডসেটটির হোম বাটনে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি।

এছাড়া এর অভ্যন্তরীণ ‘হিট কন্ডাকটিং প্রযুক্তি’ হ্যান্ডসেটটিকে গরম হওয়া থেকে রক্ষা করবে।

কালো ও সাদা রঙে হ্যান্ডসেটটি চীনের বাজারে ছাড়া হলেও এশিয়া বা অন্য কোথাও কবে থেকে পাওয়া যাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। ভারতের বাজারে হ্যান্ডসেটির মূল্য হবে ১৮ হাজার চারশ’ রুপি (১ রুপি ১.১৭ টাকা)।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুন ০১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।