ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মেধাবী কর্মীদের স্বীকৃতি দিল রবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুন ৯, ২০১৬
মেধাবী কর্মীদের স্বীকৃতি দিল রবি

ঢাকা: রবি একসেলারেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রামের (আরএডিপি) আওতায় গত কয়েক বছরের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির কার্যক্রম শেষে এ বছর ২৮ জন কর্মকর্তাকে তাদের মেধা ও যোগ্যতার স্বীকৃতি দিয়েছে রবি।

বৃহস্পতিবার (০৯ জুন) রাজধানীর রবি কর্পোরেট অফিসে ট্যালেন্ট গ্রাজুয়েশন সেরেমনি-২০১৬’তে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

 

আরএডিপি টিমের স্নাতকপ্রাপ্ত সদস্যদের অসাধারণ অবদানের স্বীকৃতি প্রদান করতেই এ সমাবর্তনের আয়োজন করে দেশের অন্যতম মোবাইল অপারেটর রবি।
 
রবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত কয়েক বছরে এই কর্মকর্তারা তাদের দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন। রবি’র ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট টিম এ সমাবর্তনের আয়োজন করে। সমাবর্তনের আহ্বায়ক ছিলেন অপারেটরটির রির্সোসিং অ্যান্ড এমপ্লয়ার’স ব্র্যান্ডিং’য়ের ভাইস প্রেসিডেন্ট শারমিন সুলতানা’।
 
অনুষ্ঠানে রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে, চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ইয়াপ ওয়াই ইপ, চিফ টেকনোলজি অফিসার এ কে এম মোরশেদসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএডিপি প্রোগ্রামটির যাত্রা শুরু ২০১১ সালে। কোনো কর্মকর্তা এ প্রোগ্রামের আওতায় মনোনীত হলে তিনি একটি কঠোর উন্নয়ন কর্মসূচির আওতায় কাজ করেন। তাকে বিভিন্ন কৌশলগত প্রকল্প প্রদান করা হয়, যার মাধ্যমে তার নেতৃত্বের গুণাবলী আরও বিকশিত হয়।
 
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
এমআইএইচ /জিসিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।