ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বরগুনায় সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জুন ১০, ২০১৬
বরগুনায় সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনায় গণমাধ্যমকর্মীদের নিয়ে দিনব্যাপী বেসিক আউট সোর্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের বাস্তবায়নে শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

এ প্রশিক্ষণ কর্মসূচিতে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।

বরগুনার জেলা প্রশাসক (ডিসি) ড. মহা. বশিরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।

‌উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সুশীলন-এর জেলা সমন্বয়কারী শিরিনা আক্তার।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুজ্জামান।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন- জবস নিউজ২৪ ডটকমের ম্যানেজিং ডিরেক্টর মো. আতাই রাব্বী, প্রোগ্রামার ফ্রিল্যান্সার মো. আরিফ খান ও মো. শাহরিয়ার হোসেন।

প্রশিক্ষণে জেলা ও উপজেলা সদরের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সনদপত্র তুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুন ১০, ২০১৬
আরবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।