ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রি-অ্যাক্টিভেটেড সিম বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুন ১২, ২০১৬
প্রি-অ্যাক্টিভেটেড সিম বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

ঢাকা: মোবাইল ফোনের প্রি-অ্যাক্টিভেটেড সংযোগের (সিম/রিম) ব্যবহার বন্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনী (পুলিশ-র‌্যাব) দিয়ে অভিযান চালানোর জন্য রোববার (১২ জুন) চিঠি পাঠিয়েছে টেলিযোগাযোগ বিভাগ।


 
বিভাগের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে লেখা চিঠিতে পুলিশ-র‌্যাবকে দিয়ে অভিযান চালানোর অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বিটিআরসির মাধ্যমে অভিযান পরিচালনার কথাও বলা হয়।
 
গত বছরের ১৬ ডিসেম্বর থেকে শুরু করে ৩১ মে পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে ১১ কোটি ৬০ লাখ সিম ভেরিফিকেশন হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
 
কিন্তু এরপরও বাজারে প্রি-অ্যাক্টিভেটেড সিম পাওয়া যাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়ের পর সব অনিবন্ধিত সিম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে বায়োমেট্রিক নিবন্ধন ছাড়া সংযোগ বিক্রি নিষিদ্ধ।
 
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বলছে, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পর অপরাধ কমে এসেছে।
 
এর আগে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, মোবাইলের মাধ্যমে প্রতিমাসে কী ধরনের অপরাধ কমেছে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন নিয়ে জানানো হবে।

**প্রি-অ্যাক্টিভ সিমের বিরুদ্ধে অভিযান আগামী সপ্তাহে
 
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুন ১২, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।