ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গল্পের শিরোনাম ‘ডায়াল করুন ৮৮৭৭’

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
গল্পের শিরোনাম ‘ডায়াল করুন ৮৮৭৭’

এই গল্প ৮৮৭৭ এর। দেশে খবর পরিবেশনার জগতে বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর নিয়ে আসা সবচেয়ে ইউনিক একটি ঘটনা।

সবচেয়ে বেশি মানুষের কাছে, সবচেয়ে দ্রুত খবর পৌঁছে দেওয়ার গল্প। দেশের কোটি কোটি মোবাইল ফোন ব্যবহারকারীই হতে পারেন এই গল্পের অংশ।  

গল্পের প্রতিপাদ্য- খবর এখন আপনার হাতের মুঠোয়। ডায়াল করুন ৮৮৭৭।

৮৮৭৭’র এই আয়োজনে আপনার মোবাইল ফোনে দিনে যৎসামাণ্য খরচে সারাদিন আনলিমিটেড খবর শুনতে পাবেন। আর তা যখনকার খবর তখনই।

এই মাত্র ঘটে গেছে কোনও ঘটনা। ডায়াল করুন ৮৮৭৭। খবরটি আপনার কানের কাছে বাজবে।
 
কেবল খবরই নয়, ৮৮৭৭ নিয়ে এসেছে এক প্যাকেজে ট্রাফিক আপডেট, রাশিফল ও ইসলামী তথ্য সেবা।

ঘর থেকে বের হচ্ছেন! একবার ৮৮৭৭ ডায়াল করে শুনে নিন রাস্তাঘাটের খবর। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাক্ষণ ট্রাফিক আপডেট পাবেন এখানে।

ইসলামী তথ্যসেবায় আপনি এই রমজানে পাবেন সেহরি-ইফতারির সময়সূচি। এছাড়াও দৈনন্দিন জীবন, ইহকাল পরকালের জন্য প্রযোজ্য নানা মাসালা ও দোয়া।

রবি ও বাংলালিংক ও গ্রামীণফোন যে কোনওটির গ্রাহকরা এখনি ডায়াল করুন ৮৮৭৭।

বাংলাদেশ সময় ১০৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এমএমকে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।