ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যালকাটেলের নতুন স্মার্টফোন ‘এক্স১’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
অ্যালকাটেলের নতুন স্মার্টফোন ‘এক্স১’

মোবাইল ফোনের গ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়ে দেশের বাজারে অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ ভার্সনের নতুন একটি স্মার্টফোন এনেছে অ্যালকাটেল।

৫ ইঞ্চি ডিসপ্লেযুক্ত এই হ্যান্ডসেটটি ই-কমার্স সাইট buymobile.com.bd থেকে নিতে পারবেন গ্রাহকরা।

স্মার্টফোনটিতে দেয়া উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে কোয়ালকমের ৬৪ বিটের স্নাপড়্রাগন এমএসএম৭৯২৯ মডেলের অক্টাকোর প্রসেসর, অ্যাড্রিনো৪০৫ (গ্রাফ্রিক্স প্রসেসর), জি-সেন্সর, জাইরোস্কোপ, ইকমপাস, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর।

ফটোগ্রাফির জন্য রয়েছে ১৩  মেগাপিক্সেলের অটো ফোকাস ডুয়েল এলইডি ফ্ল্যাশের রিয়ার ক্যামেরা। এই মূল ক্যামেরার অন্যান্য সুবিধা হিসেবে ব্যবহারকারীরা পাবেন ফেজ ডিটেকশন অটো ফোকাস(পিডিএএফ), টাচ ফোকাস, স্মাইল ডিটেকশন, এইচডিআর, ফেস বিউটি মোড, ভয়েস ক্যাপচার, ৭৯.৮ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল।


আর সেলফি যারা পছন্দ করেন তারা এই ফোনটিতে পাচ্ছেন ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সাথে আরো আছে এফ ২.০ অটোফোকাস এলইডি ফ্ল্যাশ এবং ৭৫ ডিগ্রি উয়াইডার অ্যাঙ্গেল। ফলে সবাই মিলে তোলা যাবে গ্রুপ সেলফি কিংবা উইফি।

২১৫০ এমএএইচ দীর্ঘস্থায়ীত্ব ব্যাটারির এই ফোনের ইন্টার্নাল স্টোরেজ ১৬ জিবি। অবশ্য প্রয়োজনে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮জিবি পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেয়া যাবে।

২ জিবি ৠামের সুপার অ্যামোলেড ডিসপ্লের এই ফোনটি বাজারের একইমাপের অন্যান্য হ্যান্ডসেটের তুলনায় ৫০% পাতলা। মিরা ভিশন ইমেজ টেকনোলজি থাকায় এর স্ক্রিন কালার চোখের জন্য বেশ আরামদায়ক এবং ছবি, ভিডিও, ওয়েব পেজ, অ্যাপস কিংবা টেক্সট হবে ব্যবহারকারীর মনের মত।

১৪০ গ্রাম ওজনের ডুয়াল সিমের কালো রংয়ের অ্যালকাটেল এক্স১ এর দৈর্ঘ্য ১৪৫ মিলিমিটার, চওড়া ৬৯.২ মিলিমিটার এবং পূরত্ব ৬.৯৯ মিলিমিটার।

পরিবেশক ইরাসেল লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সিজু চেরুভালাত জানান, সবাই ছোট ডিভাইসের মধ্যে সব কিছু পেতে চায়, অ্যালকাটেল এক্স১ স্মার্টফোনটির মধ্যে সব ধরনের উন্নত ফিচার যুক্ত করা হয়েছে। আগামীতেও আমরা আরও উন্নত প্রযুক্তির স্মার্টফোন নিয়ে বাজারে আসবো।

উল্লেখ্য, ১৩ হাজার ৯৯৯ টাকার স্মার্টফোনটি আপাতত শুধু buymobile.com.bd সাইটে পাওয়া যাচ্ছে। ১ বছরের ওয়ারেন্টিযুক্ত অ্যালকাটেলের নতুন স্মার্টফোনটি অর্ডারে থাকছে ফ্রি হোম ডেলিভারি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ১৯, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।