ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শিকাগোতে সাইবার নিরাপত্তা সামিট শুরু মঙ্গলবার

শাহেদ ইরশাদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, জুন ২১, ২০১৬
শিকাগোতে সাইবার নিরাপত্তা সামিট শুরু মঙ্গলবার

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউইয়র্কে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি মার্কিন ডলার চুরি যাওয়ার প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে আর্ন্তজাতিক সাইবার নিরাপত্তাদাতা প্রতিষ্ঠানগুলো।

বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিরাপত্ত‍া নিশ্চিত করতে নানা ধরণের পদক্ষেপ নিচ্ছে তারা।

ভবিষ্যতে কাউকে যেন এ ধরনের সাইবার আক্রমণের শিকার না হতে হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সচেতনতা সৃষ্টি করতে আয়োজন করা হচ্ছে সভা, সেমিনার ও কর্মশালার।

এরই ধারাবাহিকতায় ইনফরমেশন সিকিউরিটি মিডিয়া গ্রুপ যুক্তরাষ্ট্রের শিকাগোতে দু’দিনব্যাপী ‘ফ্রড অ্যান্ড ব্রিচ প্রিভেনশন সামিট: শিকাগো’ শীর্ষক সম্মেলনের আয়োজন করেছে। মঙ্গলবার (২১ জুন) থেকে অনুষ্ঠেয় এ সম্মেলনে অংশগ্রহণের জন্য ফি ধরা হয়েছে ৬৫০ মার্কিন ডলার।

তবে, এতে অংশ নেওয়া হচ্ছে না বাংলাদেশের। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলানিউজকে বলেন, আমাদের অনেক জায়গা থেকেই সাইবার নিরাপত্তা বিষয়ে সভা, সেমিনার ও অন্যান্য আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। সকল বিষয় বিবেচনা করে সব অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।

যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোর মধ্যে অন্যতম শিকাগোর নর্থ রুশ স্ট্রিট’র হোটেল দি গিউয়েনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হতে যাওয়া সম্মেলনের প্রথম দিনে সরকারি ওয়েবসাইটে হ্যাকারদের গোলমাল করার ওপর একটি কেস স্টাডি উপস্থাপন করা হবে। উপস্থাপন করা হবে অভ্যন্তরীণ আক্রমণ চিহ্নিতকরণ ও কীভাবে দ্রুত সমাধান করা যায় সে বিষয়ের স্টাডিও।

 

সম্মেলনের দ্বিতীয় দিনে বুধবার (২২ জুন) আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার কলা কৌশল নিয়ে আলোচনা করা হবে। আক্রমণের সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযোগ, তদন্তের জন্য আইনি সংস্থার সঙ্গে যোগাযোগ করা, সাইবার আক্রমণের জন্য সংশ্লিষ্টদের মানবিক দ্বন্দ্ব আছে কিনা, জালিয়াতি প্রতিরোধে প্রতিষ্ঠানের অপারেটরদের কার্যক্রম বিশ্লেষণ, কর্মকর্তাদের সংশ্লিষ্টতার সংকেত পাওয়া গেলে তার সমাধান বিষয়েও আলোচনা উঠে আসবে এ দিন।
 
সম্মেলনে আরও আলোচনা হবে নতুন অ্যাকাউন্ট জালিয়াতির পর তা উদ্ধার করার সফল কৌশল, অভ্যন্তরীণ আক্রমণ রোধের নতুন কৌশল ও ইতিবাচকভাবে জালিয়াতি মোকাবেলা করা, তথ্য জালিয়াতি বিশ্লেষণ করে ঝুঁকি মোকাবেলা করা,
ইএমভি কার্ড তৈরি করে জালিয়াতি রোধের প্রতিযোগিতা এবং আধুনিক অর্থনীতিতে প্রযুক্তির ব্যবহার, আক্রমণের ভয় ও স্বচ্ছতা সর্ম্পকে বিশ্বাস করা, সহকর্মীদের মধ্যে দলগতভাবে কাজ করার  গতিশীলা আনা, সেবা প্রদানকারীদের গ্রাহককে সব সময় ভালো সেবা দেওয়ার মানসিকতা তৈরি করা, জালিয়াতি প্রতিরোধ কার্যকম এবং আমরা কোথায় আছি, কোথায় যেতে চাই ইত্যাদি বিষয়ে।

দু’দিনের এ সম্মেলনে বিশ্বের আর্ন্তজাতিক সাইবার নিরাপত্তাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রায় একশ’ বিশেষজ্ঞ আলোচনা করবেন। তারা পরামর্শ ও নির্দেশনা দেবেন সাইবার নিরাপত্তা নিয়ে।
 
এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান বাংলানিউজকে বলেন, দেশ-বিদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আর্ন্তজাতিকভাবে অনুষ্ঠিত এ ধরনের সম্মেলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 
এর আগে, চলতি বছরের ২৮ মে ঢাকায় অনুষ্ঠিত হয় সাইবার নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। এতে সাইবার ম্যানেজমেন্ট অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা অমর সিং, বহুজাতিক আইটি ফার্ম আর্নস্ট অ্যান্ড ইয়াং কানাডার সাইবার নিরাপত্তা প্রধান ও সিওরনেক্সটের উপদেষ্টা পর্ষদের পরিচালক ফাহাদ কবির, বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।