ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফুডিজ ‘সেহরি নাইটসে’ বাংলালিংক গ্রাহকদের জন্য ফ্রি এন্ট্রি, ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুন ২২, ২০১৬
ফুডিজ ‘সেহরি নাইটসে’ বাংলালিংক গ্রাহকদের জন্য ফ্রি এন্ট্রি, ছাড়

ঢাকা: ফুডিজ আয়োজিত ‘সেহরি নাইটস’র অ্যাসোসিয়েট টেলিকম পার্টনার হয়েছে দেশের শীর্ষ ডিজিটাল টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। ফুডিজের সেহরি নাইটস চলতি মাসের একটি অন্যতম বড় আয়োজন।

এ ইভেন্টটি সোশ্যাল মিডিয়ায় তরুণ ও সাধারণ মানুষের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
 
অনলাইনে সবচেয়ে সাড়া জাগানো অনলাইন ফুড গ্রুপ ফুডিজ ভোজন রসিকদের আনলিমিটেড খাবার এবং রেস্টুরেন্টের অফারগুলো দিতে সক্রিয়। ফুডিজ এবার নিয়ে এসেছে দুই রাতের আয়োজন ‘সেহরি নাইটস’, যা আগামী ২৩ ও ২৪ জুন ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টার বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে অনুষ্ঠিত হবে। গ্রাহকদের চাহিদা পূরণে দেশের ২২টি খাবার প্রতিষ্ঠান সেহরি নাইটস-এ তাদের অফারগুলো নিয়ে আসছে।
 
বাংলালিংক গ্রাহকরা সেহরি নাইটস-এ ফ্রি এন্ট্রি এবং সব ফুড স্টলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন বলে বুধবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
বাংলালিংক গ্রাহকদের এ অফারটি নিতে ‘foodiez’ লিখে ৭০৭৬ নম্বরে পাঠাতে হবে এবং ভেন্যুতে ফিরতি এসএমএসটি দেখাতে হবে।

একটি এসএমএস একজনের জন্য প্রযোজ্য এবং সম্পূর্ণ বিলের ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট (ছাড়) প্রযোজ্য হবে। ইভেন্টটি রাত সাড়ে ৯টায় শুরু হয়ে সেহরির সময় পর্যন্ত চলবে। গ্রাহকদের জন্য এ অফারটি ছাড়াও ভেন্যুতে অন্যান্য বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে।
 
ইভেন্টে উপস্থিত থাকবেন বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।
 
এছাড়াও বাংলালিংকের অফিসিয়াল ফ্যান পেজ বাংলালিংক মেলা ফেসবুক ফ্যানদের জন্য একটি ডিজিটাল ক্যাম্পেইন শুরু করেছে যেখানে অংশগ্রহণের জন্য ফ্রি ফুড কুপন অফার রাখা হয়েছে। পাশাপাশি বাংলালিংক মেলা প্রথমবারের মতো এ ইভেন্ট থেকে ফেসবুকে লাইভ অংশগ্রহণ করবে। এর মাধ্যমে ইভেন্টের একটি অংশ ইন্টারঅ্যাক্টিভ ভিডিও’র মাধ্যমে এর সব ফ্যানের কাছে পৌঁছে যাবে।
 
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।