ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিআইও রিভিউ ম্যাগাজিনের স্বীকৃতি পেল এনকেসফট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
সিআইও রিভিউ ম্যাগাজিনের স্বীকৃতি পেল এনকেসফট

ঢাকা: এ বছরের ‘টোয়েন্টি মোস্ট প্রমিজিং ইউটিলিটিজ টেকনোলজি সলিউশন প্রভাইডারস’ প্রতিষ্ঠানের একটি হিসেবে এনকেসফটকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন সিআইও রিভিউ। একইসঙ্গে এনকেসফট নিয়ে একটি দীর্ঘ নিবন্ধও প্রকাশ করেছে তারা।

বৃহস্পতিবার (৪ আগস্ট) এনকেসফটের পাবলিক রিলেশন ম্যানেজার নাদিম মজিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ইউটিলিটি খাতে বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধান দেওয়ার জন্য ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন প্রবাসী জন শাখাওয়াত চৌধুরী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনকেসফটকে স্বীকৃতি দিয়ে সিআইও রিভিউয়ের ব্যবস্থাপনা সম্পাদক যিভান জর্জ এক বার্তায় বলেছেন, “আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি যে ‘টোয়েন্টি মোস্ট প্রমিজিং ইউটিলিটিজ টেকনোলজি সলিউশন প্রোভাইডারস-২০১৬’ এর একটি প্রতিষ্ঠান এনকেসফট। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে গ্রাহকদের উদ্ভাবনী সমাধান দিয়ে আসছে। ’

এনকেসফট গ্রাহকদের ব্যবসা প্রক্রিয়া উন্নত করার জন্য বিশ্বমানের উদ্ভাবনী প্রক্রিয়া এবং সমাধান দিয়ে থাকে বলেও তিনি বার্তায় উল্লেখ করেন।

এনকেসফটকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি নিয়ে সিআইও রিভিউ ম্যাগাজিন একটি দীর্ঘ নিবন্ধও প্রকাশ করেছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, এনকেসফটকে সেরা বিশে রাখার প্রধান কারণ- প্রতিষ্ঠানটির পণ্য আইমিট (iMeet)। আইমিট একটি যোগাযোগ ব্যবস্থা যেখানে একদল স্বাধীন ব্যবহারকারী উম্মুক্ত যোগাযোগ, নির্দিষ্ট চিন্তাভাবনা, ধারণা এবং বিশ্বাস শেয়ার করে। তারা একটি নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে থাকে।

এনকেসফট স্মার্টার ইউলিটি সেবা দিয়ে থাকে। এ সেবার আওতায় একই উৎস থেকে ইউটিলিটি ক্ষেত্রে তথ্যকে রূপান্তর করে স্মার্ট গ্রিড, স্মার্ট হোম, স্মার্ট মিটার, স্বয়ংক্রিয়ভাবে বিতরণ এবং টেলিকমিউনিকেশনের কাজ করে থাকে।

এনকেসফটের আরেকটি সেবা অনলাইন প্রজেক্ট ব্যবস্থাপনা সফটওয়্যার এনপ্রজেক্ট। এ সফটওয়্যারের আওতায় একসঙ্গে একাধিক প্রজেক্ট যুক্ত এবং সমন্বয় করে থাকে। এতে ইস্যু ব্যবস্থাপনা, ড্যাশবোর্ড এবং রিপোর্টিং টুলস সুবিধার মাধ্যমে গ্রাহকদের কর্মক্ষেত্রে সুবিধা দেওয়া হচ্ছে।

এনকেসফটের আরেকটি সেবা এনবিলিং। এ সেবার মাধ্যমে পরবর্তী প্রজন্মের বিলিং সেবা দেওয়া হয়ে থাকে। এ সেবার মাধ্যমে গ্রাহক এবং ইন্টারনেট সেবা প্রদানকারীদের সঙ্গে অর্ডার গ্রহণ, অ্যাকাউন্ট, প্যাকেজের বিস্তারিত এবং রিপোর্ট প্রতিক্রিয়া দেখানো হয়।

টেক্সাস রাজ্যের ডালাসে এনকেসফটের সদরদপ্তর। গতিশীল, উদ্ভাবনী পরামর্শক এবং ওপেন সোর্স সমাধান উন্নতি বিষয়ক প্রতিষ্ঠানটি ২০১২ সাল থেকে বাংলাদেশে ইউটিলিটিকেন্দ্রিক সফটওয়্যার গবেষণা এবং উন্নয়নের কাজ করছে।

এনকেসফট ভবিষ্যতের স্বাধীন স্মার্ট গ্রিড, এএমআই, ইএমএস, ডিএমএস, ইউটিলিটি নেটওয়ার্ক নিয়ে পরামর্শ সেবা দিয়ে থাকে।

প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী গ্রাহক এবং অংশীদারদের মাঝে শক্তিশালী জ্ঞানভিত্তিক দীর্ঘ সময়ের সম্পর্ক বজায় রাখে। এটি একমাত্র ফার্ম যারা সিটি গভর্নমেন্ট, পৌরসভা এবং ইউটিলিটি কোম্পানিগুলোকে ফাইবার টু দি হোম (এফটিটিএ) প্রযুক্তি এবং সেবা প্রদান করে থাকে। আরও তথ্য পেতে ভিজিট করতে হবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (http://www.nksoft.com/)

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।