ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিটিসেল বন্ধের আগে গণশুনানির দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
সিটিসেল বন্ধের আগে গণশুনানির দাবি ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিটিসেল বন্ধ হয়ে গেলে ৭ লাখ ১০ হাজার গ্রাহক আর্থিক ক্ষতির সম্মুখিন হবে বলে জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন কনজুমার্স অ্যাসোসিয়েশন। সিটিসেল বন্ধের আগে গণশুনানির আয়োজনসহ ১২ দফা দাবিও জানিয়েছে সংগঠনটি।

 

রোববার (০৭ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ।

মহিউদ্দীন আহমেদ বলেন, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে গত ৩১ জুলাই বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ১৬ আগস্টের মধ্যে সিটিসেলের গ্রাহকদের অন্য অপারেটর খুঁজে নিতে বলা হয়েছে। ফলে তাদের নতুন করে মোবাইল ফোন, রিম ও সিম কিনতে হচ্ছে। অন্য অপারেটরে গেলে প্রায় ৭ লাখ ১০ হাজার গ্রাহককে মোট ১৮০ কোটি ৯২ লাখ টাকার আর্থিক ক্ষতির সম্মুখিন হতে হবে’।

‘এ অর্থ কে পরিশোধ করবে তা বিটিআরসিকে বলতে হবে’- বলেন তিনি।

সংবাদ সম্মেলনে ১২ দফা দাবি তুলে ধরে সংগঠনটি। উল্লেখযোগ্য দাবিগুলো হলো- জঙ্গিদের সপক্ষের সকল পেজ, অ্যাপ ও সাইট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা, জঙ্গিবিরোধী প্রচারণার মধ্যে তথ্যপ্রযুক্তির অপব্যবহার সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং সারাদেশকে ফ্রি ওয়াইফাই এর আওতায় আনা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, আইটি বিশেষজ্ঞ সৈয়দ হাসান ঈমাম ফিরোজ, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
ইউএম/জিসিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।