ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হুয়াওয়ে স্মার্টফোনের সঙ্গে রবির আকর্ষণীয় বান্ডেল অফার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
হুয়াওয়ে স্মার্টফোনের সঙ্গে রবির আকর্ষণীয় বান্ডেল অফার

ঢাকা: স্মার্টফোন ক্রেতাদের জন্য মোবাইল ফোন অপারেটর রবির বান্ডেল অফার সুবিধা আনলো অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে।

হুয়াওয়ে জিআর ফাইভ, জিআর ফাইভ মিনি এবং ওয়াই সিক্স টু কিনলে গ্রাহকরা উপভোগ করতে পারবেন ১৫ জিবি ইন্টারনেট ডাটা এবং ৩০০০ মিনিট অন-নেট টক টাইম এবং ৯০০ মিনিট অফ-নেট টক টাইম।

সম্প্রতি ওয়াই সিক্স টু এবং জিআর ফাইভ মিনি দেশের বাজারে ছেড়েছে হুয়াওয়ে।

হুয়াওয়ে ওয়াই সিক্স টু ফোনটিতে ৫.৫ ইঞ্চির বিশাল এইচডি ডিসপ্লের সঙ্গে আছে ১৩ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ব্যাক এবং আট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উন্নত পারফরম্যান্সের পেতে ১.২ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসরের সঙ্গে আছে দুই জিবি র‌্যাম ও ১৬ জিবি রম যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো ও হুয়াওয়ের ৪.১ ইএমইউআই। হুয়াওয়ে ওয়াই সিক্স টু-এর দাম ১৪ হাজার ৯৯০ টাকা।

বিশ্বজুড়েই জিআর ফাইভ হ্যান্ডসেটটির সাফল্যের ধারাবাহিকতায় হুয়াওয়ে বাংলাদেশের বাজারে জিআর ফাইভ মিনি নিয়ে এসেছে। ৫.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ও আকর্ষণীয় ডিজাইনের জিআর ফাইভ মিনিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড মার্শম্যালো ৬.০। রয়েছে শক্তিশালী ২ গিগাহার্টর্জ অক্টাকোর কিরিন প্রসেসর, দুই জিবি র‌্যাম ও ১৬ জিবি রম। জিআর ফাইভ মিনির মূল আকর্ষণ হলো ফোনটির আউটলুক এবং দ্বিতীয় প্রজন্মের ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। দেশের বাজারে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ও আট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার জিআর ফাইভ মিনির দাম ১৮ হাজার ৪৯০ টাকা।

জিআর ফাইভ হ্যান্ডসেটটিতে আছে ১.৫ গিগাহার্টজ অক্টাকোর কোয়ালকম প্রসেসর, ১৬ জিবি রম এবং দুই জিবি র‌্যাম। এছাড়া জিআর ফাইভে আছে ১৩ মেগাপিক্সেল ব্যাক এবং পাঁচ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সঙ্গে আছে দ্বিতীয় প্রজন্মের ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। হুয়াওয়ে জিআর ফাইভের দাম ১৯ হাজার ৯৯০ টাকা।

সব রবি গ্রাহকরা হুয়াওয়ের উল্লেখিত তিনটি মডেলের স্মার্টফোন ক্রয় করে বান্ডেল অফার উপভোগ করতে পারবেন বলে বুধবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মোট তিন মাস সময়ের মধ্যে গ্রাহকরা বান্ডেল অফার উপভোগ করতে পারবেন।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের ডিরেক্টর ইংমার ওয়্যাং বলেন, বাংলাদেশে তরুণ সমাজের একটা বড় অংশ সাশ্রয়ী দামে উচ্চ প্রযুক্তি সম্পন্ন ফোন খুঁজছে তাদের জীবনকে সহজ ও প্রাণবন্ত করে তোলার জন্য। এরই ধারাবাহিকতায় হুয়াওয়ে মোবাইল অপারেটর রবি’র সঙ্গে মিলে বান্ডেল অফার নিয়ে এসেছে। রবি বান্ডেল অফারের সঙ্গে গ্রাহকরা পাচ্ছেন সাশ্রয়ী দামে বিশ্বমানের স্মার্টফোন হুয়াওয়ে জিআর ফাইভ, জিআর ফাইভ মিনি ও ওয়াই সিক্স টু।

হুয়াওয়ে জিআর ফাইভ, জিআর ফাইভ মিনি ও হুয়াওয়ে ওয়াই সিক্স টু বসুন্ধরা সিটি ও যমুনা পার্কের হুয়াওয়ে এক্সপেরিয়েন্স স্টোরসহ ও সারাদেশের অন্যান্য ব্র্যান্ডশপেও ইতিমধ্যে পাওয়া যাচ্ছে।

এছাড়া রবির আউটলেটগুলো থেকেও গ্রাহকরা উল্লেখিত হুয়াওয়ের তিনটি মডেলের স্মার্টফোন কিনতে পারবেন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এমআইএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।