ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইলে ডেবিট কার্ডের সুবিধা নিয়ে এলো ‘পে ৩৬৫’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
মোবাইলে ডেবিট কার্ডের সুবিধা নিয়ে এলো ‘পে ৩৬৫’ ছবি: রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মোবাইল ফোন দিয়েই এখন এটিএম ‍বুথ থেকে টাকা তোলা ও টাকার যেকোনো লেনদেনের সুবিধা নিয়ে এলো নতুন অ্যাপ ‘পে ৩৬৫’।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে হোটেল সোনারগাঁওয়ে ওয়ালেট সুবিধার এ অ্যাপটির উদ্বোধন করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।


অ্যাপটি নিয়ে এসেছে ডাটা সফট। এটি ব্যবহার করে ডেবিট কার্ডের মতো লেনদেন করা যাবে।

ব্যবহারের পদ্ধতি নিয়ে ডাটা সফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান বলেন, যেকোনো স্মার্টফোনে অ্যাপটি ইন্সটল করার পর একটি কার্ড নম্বর দিয়ে একবার সাইন আপ করলেই পরবর্তীতে তা স্বংক্রিয়ভাবে চালু হবে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এসএ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।