ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফিউসিয়া’ই কি হতে যাচ্ছে গুগলের নতুন প্রজন্মের ওএস!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
ফিউসিয়া’ই কি হতে যাচ্ছে গুগলের নতুন প্রজন্মের ওএস!

সম্প্রতি ইন্টারনেটের সচেতন ব্যবহারকারীরা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করছেন তা হলো গুগলের নতুন অপারেটিং সিস্টেম ‘ফিউসিয়া’। এ বিষয়ে গুগল আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ওপেন সোর্স কমিউনিটি গিটহাব এবং অনুসন্ধানী গণমাধ্যম নিশ্চিত করেছে এটি এখনো প্রকল্প পর্যায়ে আছে।

নতুন ওএস’র কাজও চলছে বেশ জোরেসোরে এমনও আন্দাজ করছে তারা।

বর্তমানে গুগলের নিজস্ব দুইটি অপারেটিং সিস্টেম রয়েছে একটি অ্যান্ড্রয়েড অন্যটি ক্রোম ওএস।

কিন্তু এবার যে অপারেটিং সিস্টেমটি তৈরির চিন্তা-ভাবনা করছে তারা হয়তো তা আগের দুটিকে ছাড়িয়ে যাবে।
এর কারণও ব্যাখ্যা করে বলা হয়েছে, উদ্ভাবিত এই ওএস চলবে সবকিছুতে, সেটা হোক মোবাইল, ল্যাপটপ কিংবা ডেস্কটপ।

এছাড়া ওপেন সোর্স প্লাটফর্মে ভবিষ্যতের ফিউসিয়াকে কেউ কেউ দেখছেন লিনাক্সের বিকল্প হিসেবে।
আরো জানা গেছে, ফিউসিয়াতে দ্বৈত কার্নেল ব্যবহার করা হবে। সত্যিই যদি হয় তাহলে এটি হতে যাচ্ছে দুটি কার্নেল যুক্ত প্রথম কোনো অপারেটিং সিস্টেম।

কার্নেল দুটি হলো-ম্যাজেন্টা ও এলকে। কার্নেল দুটি পর্যালোচনা করলে আবার সহজেই এই সিদ্ধান্তে আসা যায়, ফিউসিয়া আসলে সব ডিভাইসের উপযোগী করে তৈরি হচ্ছে। এর জন্য কম্পিউটারের প্রাথমিক ভাষা হিসেবে নির্বাচন করা হয়েছে ডার্ট।

নাম প্রসঙ্গে গিটহাবে লেখা রয়েছে, ফিউসিয়া=পিংক+পার্পল। এই নামের মাধ্যমে আসলে দুটি কার্নেল ব্যবহারের দিকটাকে তুলে ধরা হয়েছে।
যদিও বিষয়টি এখন জল্পনা-কল্পনার মধ্যে ঘুরপাক করছে, এরপরও গুগলের দুইজন প্রকৌশলী কিছু তথ্য প্রকাশ করায় আশার আলো দেখা যেতেই পারে।

নাম গোপনকারী সেই প্রকৌশলীদের একজন বলেছেন, গুগল সিদ্ধান্ত নিয়েছে ফিউসিয়া তৈরি হবে উন্মুক্ত প্লাটফর্ম বা ওপেন সোর্সে, তাই এর সবকিছু আমরা জনসম্মুখে রেখেছি। আরেকজন জানিয়েছেন, গুগল আনুষ্ঠানিভাবে এই প্রকল্পের কথা ঘোষণা দেয়ার কথা ভাবলেও কবে নাগাদ তা করবে এখনো ঠিক হয়নি।

সেই পর্যন্ত ফিউসিয়াকে নিয়ে নানা পর্যায়ে নানা আলোচনা অব্যাহত থাকবে এটাই স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।