ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল প্লাস থেকে ইউটিউবে নেয়া হচ্ছে ‘হ্যাঙ্গআউট লাইভ’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
গুগল প্লাস থেকে ইউটিউবে নেয়া হচ্ছে ‘হ্যাঙ্গআউট লাইভ’

সামাজিক মাধ্যম গুগল প্লাস থেকে ধীরে ধীরে নিজেদের গুটিয়ে নিচ্ছে গুগল, এমন কথাবার্তা চলছিল প্রযুক্তি অঙ্গণে। যেটার সত্যতা প্রমাণ হয় গুগলের সাম্প্রতিক সিদ্ধান্তে।



সিদ্ধান্ত অনুযায়ী, ‘গুগল হ্যাঙ্গআউট অন এয়ার’ ফিচারটি গুগল প্লাস থেকে  সরিয়ে ইউটিউব লাইভের সাথে সংযুক্ত করা হচ্ছে। গুগল প্লাসে এটি বেশ জনপ্রিয় একটি ফিচার ছিল।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা, ভ্যাটিকানের পোপ থেকে শুরু করে বিখ্যাত অনেকে এই ফিচার ব্যবহার করে জনতার মুখোমুখি হয়েছিলেন।

এদিকে গুগল বিবৃতিতে জানিয়েছে, ইউটিউব লাইভ স্ট্রিমিং‘র দিকে এখন বেশী মনোযোগ দেয়া হচ্ছে। আর গুগল প্লাসে যে হ্যাঙ্গআউট সেবা দেয়া হতো সেটাও ইউটিউবকে ব্যবহার করেই দেয়া হতো। তাছাড়া ইউটিউব লাইভ তো এই সেবার জন্যই তৈরি, তাই দুটি বিষয়কে একত্রিত করে এই সেবার মান আরো উন্নত করা হচ্ছে।

অন্যান্য তথ্য মতে, গুগল প্লাস থেকে উঠিয়ে নিলেও ফিচারটি একেবারে বন্ধ হয়ে যাচ্ছে না। ১২ সেপ্টেম্বর এটি ইউটিউব লাইভে স্থানান্তরিত হওয়ার পর থেকে ইউটিউব লাইভে-ই পাওয়া যাবে গুগল হ্যাঙ্গআউট অন এয়ারের সকল সুবিধা।

প্রসঙ্গত, হ্যাঙ্গআউট সেবা গুগল প্লাসে পরীক্ষামূলকভাবে যুক্ত করা হয় ২০১১ সালের সেপ্টেম্বরে। পরে এর পূর্ণাঙ্গ ভার্সন যুক্ত হয় ২০১২ সালের জুনে। কিন্তু এরও প্রায় এক বছর পর অর্থাৎ ২০১৩ সালের মে মাসে ইউটিউবে নিয়ে আসা হয় ইউটিউব লাইভ স্ট্রিমিং সর্ভিস।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।