ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভিডিও কলিং অ্যাপ ‘গুগল ডু’ উন্মুক্ত করলো গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
ভিডিও কলিং অ্যাপ ‘গুগল ডু’ উন্মুক্ত করলো গুগল

ঢাকা: ভিডিও কলের জন্য এখন আপনার শুধু প্রয়োজন একটি ফোন নম্বর। কারণ নতুন ফিচারের সমন্বয়ে ভিডিও কলিং অ্যাপ ‘গুগল ডু’ উন্মুক্ত করেছে অ্যান্ড্রয়েড নির্মাতা গুগল।

অ্যান্ড্রয়েড ছাড়াও আইওএস প্লাটফর্মে কাজ করবে অ্যাপটি।

বিশেষ ফিচার ‘নক নক’ এর কারণে একজন ব্যবহারকারী কল রিসিভ করার আগেই কে তাকে কল করেছেন তা লাইভ দেখা যাবে।

গুগল জানায়, দুর্বল ইন্টারনেট সংযোগে রেজ্যুলেশন নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিকভাবেই কাজ করবে অ্যাপটি।

আগামী কয়েকদিনের মধ্যেই বিশ্বব্যাপী সবার জন্য এটি ছড়িয়ে দেওয়া হবে।

‌এর মাধ্যমে অ্যাপলের ফেসটাইম, মাইক্রোসফটের স্কাইপে, ফেসবুকের ম্যাসেঞ্জার ও হ্যাংআউটের সঙ্গে প্রতিযোগিতায় নামলো ‘গুগল ডু’।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।