ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইরিশ স্ক্যানারের গ্যালাক্সি ফ্যাবলেট ভারতে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
আইরিশ স্ক্যানারের গ্যালাক্সি ফ্যাবলেট ভারতে

০২ আগস্ট আন্তর্জাতিকভাবে অবমুক্তি দেয়া হয় স্যামসাং এর গ্যালাক্সি সিরিজের নোট ৭। ফ্যাবলেট প্রকৃতির এই ডিভাইসটি এরইমধ্যে ভারতের বাজারে উপনীত হয়েছে।

স্থানীয় ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি বিশেষ অফারও ঘোষণা করেছে।

সংবাদমাধ্যমে জানানো হয়েছে, গ্যালাক্সি সিরিজের নতুন ফ্যাবলেটটির ভারতীয় মূল্য হবে প্রায় ৫৯ হাজার ৯০০ রুপি।

২২ আগস্ট থেকে শুরু হচ্ছে প্রি-অর্ডার। আর প্রি-অর্ডারে কিনলে গ্রাহকরা ৯০ দিনের জিও ফোরজি সিম প্রিভিউ অফার পাবেন। তবে অফারটি ১৯৯০ জনের উপভোগের সুযোগ রয়েছে। ৯০ দিনের এই অফারে থাকছে ভয়েস, ডাটা এবং ফ্রি এসএমস সুবিধা।

ফ্ল্যাগশীপ ফ্যাবলেটের সাথে প্রতিষ্ঠানটি আরও এনেছে গিয়ার ভিআর, গিয়ার আইকনএক্স ওয়্যারলেস এয়ারবাড এবং গিয়ার ফিট ২। যার মধ্যে ভিআর হেডসেটের দাম ৭ হাজার ২৯০ রুপি, এবং গিয়ার ফিট ২, আকনএক্স ওয্যারলেস আরবাড এর দাম যথাক্রমে ১৩ হাজার ৯৯০ এবং ১৩ হাজার ৪৯০ রুপি।

অ্যান্ড্রয়েড ৬.০.১ (মার্শম্যালো) অপারেটিং সিস্টেমে চলা ৫.৭ ইঞ্চি কোয়াড এইচডি অ্যামোলেড ডিসপ্লে যুক্ত ডিভাইসটির বিশেষ বৈশিষ্ট্যেগুলো হচ্ছে ৪জিবি ৠাম, ৬৪ জিবি মেমোরি বিল্টইন, ১২ এমপি রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা ৫ এমপি, ব্যাটারি ৩৫ এমএএইচ।

এছাড়া এতে ০.৭ মিমি. টিপের নতুন এস পেন থাকছে। ব্যবহারকারীদের সত্যিকারের কলমের অনভূতি দিতে এর চাপ-প্রতিক্রিয়ার দিকটি হালনাগাদ করা হয়েছে। নিরাপত্তা, গোপনীয়তা রক্ষার্থে বায়োমেট্রিক অথেনটিকেশন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং আইরিশ স্ক্যানিং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

বলা হচ্ছে, এসব সুবিধার মধ্যে আইরিশ স্ক্যানার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্যামসাং স্মার্টফোনে প্রথম ফিচার।

উল্লেখ্য, নোট ৭, এস৭, এস৭ এজ, নোট ৫, এস৬, এস৬ এজ এবং এস৬ এজ প্লাসের ফ্যাবলেটের সঙ্গে ভিআর গিয়ার যথাযথভাবে যুক্ত করতে দেয়া আছে ইউএসবি টাইপ সি, মাইক্রো ইউএসবি পোর্ট।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।