ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কেরানীগঞ্জে ডিসটেন্স লার্নিং ও ভিলেজ বাজার বিষয় কর্মশালা

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
কেরানীগঞ্জে ডিসটেন্স লার্নিং ও ভিলেজ বাজার বিষয় কর্মশালা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা নর্থ ব্যুরো (কেরানীগঞ্জ): কেরানীগঞ্জে ডিসটেন্স লার্নিং ও ভিলেজ বাজার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা ডিজিটাল সেন্টারের ই-কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইসমাইল হোসেন।
কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রফিকুল ইসলাম লাবু। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী এ কর্মশালায় অংশ নেয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, ভিলেজ বাজার একটি ই-কমার্স সাইট। যার মাধ্যমে সহজেই গ্রামীণ পণ্য ও পরিষেবা জনগণের কাছে তুলে ধরা যাবে। তবে এজন্য প্রয়োজন দ্রুতগতির ইন্টারনেট।

তিনি আরও বলেন, সরকার সারাদেশে প্রতিটি ইউনিয়নে অপটিকাল ফাইবারের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।