ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জঙ্গিবাদ প্রতিরোধে সাইবার সিকিউরিটি কাউন্সিল গঠন হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
জঙ্গিবাদ প্রতিরোধে সাইবার সিকিউরিটি কাউন্সিল গঠন হবে

রাজশাহী: জঙ্গিবাদ প্রতিরোধে সরকার ন্যাশনাল সাইবার সিকিউরিটি কাউন্সিল গঠন করবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে রাজশাহী সরকারি কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে আগামী সপ্তাহে মন্ত্রিসভায় নতুন আইন উপস্থাপন করা হবে। এছাড়া ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি কাউন্সিল, ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং সাইবার ইনসিডেন্ট এক্সপার্ট টিম গঠন হবে। এই চারটি পিলারের ওপর ভিত্তি করে সাইবার সিকিউরিটি বাড়ানো হবে।

প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে ভাঙা হবে জঙ্গিদের নেটওয়ার্ক, এমন মত দিয়ে পলক বলেন, ইতোমধ্যে অনেক নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। কেউ যাতে প্রযুক্তির ব্যবহার করে জঙ্গিবাদে উস্কানি বা জড়াতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলাবাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ হবিবুর রহমানসহ কলেজের শিক্ষক ও কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এসএস/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।