ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ম্যাক, লিনাক্স, উইন্ডোজে থাকবে না ‘ক্রোম অ্যাপ’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
ম্যাক, লিনাক্স, উইন্ডোজে থাকবে না ‘ক্রোম অ্যাপ’

আপনি যদি গুগল ক্রোম অ্যাপের ভক্ত হয়ে থাকেন আর ম্যাক, লিনাক্স অথবা উইন্ডোজ চালান তবে এটা নি:সন্দেহে আপনার জন্য একটি দু:সংবাদ। কারণ উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স এই তিন প্লাটফর্ম থেকে ক্রোম অ্যাপ সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে গুগল।

অবশ্য, ক্রোম অপারেটিং সিস্টেম এই তালিকা থেকে বাদ রয়েছে। তাই ক্রোম ওএস ব্যবহারকারীদের এ নিয়ে কোনো মাথাব্যাথা নেই।
তবে বন্ধের ঘোষণা দেয়া মানেই যে কালই বন্ধ হচ্ছে আসলে তা নয়।

ধীরে ধীরে অ্যাপটি নিশ্চিহৃ হতে থাকবে ওএস’গুলো থেকে। এজন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছে গুগল।

ঘোষিত সময় অনুযায়ী ২০১৬ সালের শেষে ক্রোম অ্যাপের নতুন ভার্সনটি আর পাওয়া যাবে না উইন্ডোজ, ম্যাক আর লিনাক্সে। এরপর ২০১৭ সালের মাঝের দিকে ‘ক্রোম ওয়েব স্টোর’ ওই ৩টি প্লাটফর্মে অ্যাপটি আর দেখাবেনা। সবশেষে ২০১৮ সালের শুরুতে অ্যাপটি ডাউনলোড করতে চাইলে তা একেবারে করা যাবেনা।

প্রযুক্তি প্রেমীরা বিষয়টিকে জটিলভাবে দেখলেও, গুগল বলছে খুব অল্প সংখ্যক মানুষই ক্রোম অ্যাপ ব্যবহার করে। অ্যাপটির দুই ধরনের, একটি প্যাকেজ অন্যটি হোষ্টেড। গুগলের পরিসংখ্যান অনুযায়ী ১ শতাংশেরও কম ব্যবহারকারী উইন্ডোজ, ম্যাক আর লিনাক্সে ক্রোমের প্যাকেজ অ্যাপটি ব্যবহার করে। আর হোষ্টেড অ্যাপটি ইতিমধ্যেই রেগুলার অ্যাপ হিসেবে ব্যবহার করা যাচ্ছে।

তাই সব দিক বিবেচনা করে তিনটি ওএস থেকে ক্রোম অ্যাপটি সরিয়ে নেয়াটাই যুক্তিযুক্ত মনে করছে গুগল।

এই ধরনের সিদ্ধান্তের প্রভাব অন্যান্য কাজে পড়বে এমনটা হবেনা বলেও স্পস্টভাবে জানিয়ে দিয়েছে গুগল। খুব শীঘ্রই ক্রোম ওয়েব স্টোরে গভীরভাবে মনোযোগ দেয়ার ইচ্ছা রয়েছে প্রতিষ্ঠানটির।

উল্লেখ্য, এ বছরের পর থেকে ক্রোম অ্যপের নতুন ভার্সনটি ক্রোম ওএস বিদ্যমান থাকবে পাশাপাশি এর হালনাগাদও করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।